১২০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, উত্তাল হবে সমুদ্র, থাকছে বন্যার আশঙ্কাও

রবিবারই আছড়ে পড়ার কথা এই ঘূর্ণিঝড়ের। শনিবার থেকেই উত্তর-পুর্বের দিকে এগোচ্ছে সেই ঝড়।

১২০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, উত্তাল হবে সমুদ্র, থাকছে বন্যার আশঙ্কাও
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 11:26 AM

সান ফ্রান্সিসকো: সময় যত এগোচ্ছে, ততই কাছে এগিয়ে আসছে হারিকেন হেনরি। রবিবারই আছড়ে পড়তে পারে সেই ঝড়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঝড়ের প্রাবল্য উপকূলবর্তী অঞ্চলে তাণ্ডব চালানোর জন্য যথেষ্ট। আমেরিকার উত্তর-পূর্ব উপকূলের দিকে ক্রমশ এগোচ্ছে এই ঝড়। শনিবার থেকেই লং আইল্যান্ড, কানেকটিকাট, ম্যাসাচুসেটস পেরিয়ে এগিয়ে গিয়েছে ঝড়। ৩০ বছরের মধ্যে ওই অঞ্চলে প্রথমবার এই ধরনের হারিকেন আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

প্রথমে এই হারিকেন সাধারণ ঝড়ের আকার নিলেও পরে সেটাই এমন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতরের এই ঝড়ের প্রভাব নিয়ে সতর্ক করা হয়েছে। হড়পা বানের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। ঘন্টায় ১২০ কিমি বেগে বইবে ঝড়। ইতিমধ্যেই এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদে সরে যাওয়ার কথা বলা হয়েছে। সমুদ্র উপকূল এলাকা থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। আমেরিকার ন্যাশানাল হ্যারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, রবিবার ভয়ঙ্কর এই হারিকেন আছড়ে পড়ার আগে কিছুটা শক্তি কমতে পারে।

ঝড়ের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কাও থাকছে। পূর্বাভাসে বলা হয়েছে, সাদার্ন নিউ ইংল্যান্ড এবং লং আইল্যান্ডের উপকূলে এই ঝড় আছড়ে পড়ার আগে তা মারাত্মক আকার নিতে পারে। এই ঝড়ের কারণে হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টির জেরে বেশ কয়েকটি এলাকায় বন্যা বিধ্বস্ত হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে। প্রকাশ করা হয়েছে। নিউ ইংল্যান্ডের কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউ হ্যামশয়ার, হার্মন্ড সহ একাধিক এলাকাতে প্রশাসনিক আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ভয়ঙ্কর এই ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে বিস্তীর্ণ এলাকা। ৩ লক্ষ পরিবারে বিদ্যুৎ থাকবে না বলে আশঙ্কা প্রশাসনের। এর আগে ১৯৯১ সালে এই এলাকায় শেষ বার এমন ঝড় আছড়ে পড়েছিল। ওই ঝড়ে ১৭ জনের মৃত্যু হয়েছিল। এবারও ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝড় থামলেই যাতে দ্রুত উদ্ধারকাজে নামা হয় সেই কারনে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি রাখা হয়েছে। ইতিমধ্যে তাঁদের নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। আরও পড়ুন: ৩ বছরের উর্ধ্বে মিলবে সূচ-বিহীন ভ্যাকসিন! ট্রায়াল শুরু হচ্ছে শীঘ্রই