Sculptures: ভারতে ফিরবে প্রাচীন কালের ১৫ ভাস্কর্য, ফেরাবে নিউ ইয়র্কের মিউজিয়াম
সুভাষ কাপুর নামের এক ব্যক্তি অবৈধ ভাবে দেশের এই প্রাচীন ভাস্কর্য বিদেশে পাচার করেছিলেন বলে অভিযোগ। এর জন্য তাঁকে আগেই গ্রেফতার করা হয়েছিল।
নিউ ইয়র্ক: প্রাচীন ভারতের ভাস্কর্য। দেশের সংস্কৃতির অন্যতম নিদর্শন সেগুলি। তাই অবৈধ ভাবে বিক্রি করে দেওয়া হয়েছিল মার্কিন মুলুকে। এ রকম প্রায় ১৫টি ভাস্কর্য রয়েছে আমেরিকার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে। সেই ভাস্কর্যগুলি ভারতকে ফিরিয়ে দেবে আমেরিকা। সে দেশের মিউজিয়ামে থাকা ভারতীয় ভাস্কর্য ভারতের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মিউজিয়াম কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। ভারত সরকারের হাতে ১৫টি ভাস্কর্য তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছেন, ভাস্কর্যগুলি খ্রীস্টপূর্ব প্রথম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে তৈরি হয়েছিল। টেরাকোটা, তামা, পাথর বিভিন্ন দ্রব্য দিয়ে মূর্তি গুলি তৈরি। সেগুলির তৈরির সময়কালও ভিন্ন।
সুভাষ কাপুর নামের এক ব্যক্তি অবৈধ ভাবে দেশের এই প্রাচীন ভাস্কর্য বিদেশে পাচার করেছিলেন বলে অভিযোগ। এর জন্য তাঁকে আগেই গ্রেফতার করা হয়েছিল। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস সুভাষের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল। ২০১৫ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এখন তিনি ভারতের জেলে বন্দি। বিভিন্ন হাত ঘুরে ওই ভাস্কর্যগুলির ঠাঁই হয় নিউ ইয়র্কের একটি মিউজিয়ামে। সেখান থেকে তা ফিরবে ভারতে।
ভারতের প্রাচীন ভাস্কর্য দেশে ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয় সরকার। মিউজিয়াম কর্তৃপক্ষ এবং আমেরিকার দূতের ব্যাপারে এ নিয়ে দ্বিপাক্ষিক কথা চালানো হয়। এর পরই তা ভারতে ফেরানোর সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্কের মিউজিয়াম কর্তৃপক্ষ।