Rishi Sunak: ১০ দিনে খরচ ৪.৫ কোটি টাকা, প্রধানমন্ত্রীর বিমান যাত্রা নিয়ে সুর চড়ালেন বিরোধীরা

Rishi Sunak: ১০ দিনে প্রধানমন্ত্রীর প্রাইভেট জেট যাত্রায় খরচ হয়েছে প্রায় ৪.৫ কোটি টাকা। ঋষি সুনকের এই বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

Rishi Sunak: ১০ দিনে খরচ ৪.৫ কোটি টাকা, প্রধানমন্ত্রীর বিমান যাত্রা নিয়ে সুর চড়ালেন বিরোধীরা
ছবি সৌজন্যে: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2023 | 2:47 PM

লন্ডন: দেশের অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে বহু রাজনৈতিক জলঘোলার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন ঋষি সুনক (Rishi Sunak)। ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস রচনা করেছিলেন তিনি। তবে বিভিন্ন সময়ে একাধিক সমালোচনায় নাম জড়িয়েছে তাঁর। দেশের রুগ্ন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে সুনকের বউয়ের কাপ-প্লেটের দাম ও বিলাসবহুল জীবনযাপন বহুবার সমালোচনার হট টপিক থেকেছে। আবার সিংহাসনে বসার পাঁচ মাসের মধ্যেই নিজের বিলাস বহুল জীবনের জন্য সংবাদ শিরোনামে উঠে আসলেন ঋষি সুনক।

সম্প্রতি দ্য গার্ডিয়ানে ঋষি সুনককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ঋষি সুনক এক সপ্তাহের কিছুটা বেশি সময়ে জনগণের মোট ৫ লক্ষ ইউরো খরচ করেছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৪ কোটি টাকা। ব্রিটিশ সংবাদ মাধ্যম কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র প্রাইভেট জেটে করে তাঁর যাতায়াতেই এই বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে। তাঁর যাতায়াতে এক সপ্তাহে খরচ হয়েছে প্রায় সাড় ৪ হাজার কোটি টাকা। এই সুযোগে সুর চড়িয়েছে বিরোধীরাও। তাঁদের বক্তব্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব ঘোচাতে সুনকের প্রতিশ্রুতি ও এই খরচ পরস্পর বিরোধী। তবে এটাই প্রথম নয়। এর আগে গত বছর জানুয়ারিতেই একটি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য ৩০ মিনিটের প্রাইভেট জেটে সফর করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি।

গত বছর অক্টোবর মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ঋষি সুনক। তারপরই নভেম্বরে মিশরে একদিনের জন্য COP27 সম্মেলনে যোগ দিতে যান প্রধানমন্ত্রী। প্রাইভেট জেটে চেপেই তিনি এই সফরে যান। যার জন্য খরচ হয়েছিল প্রায় ১ লক্ষ ৭ হাজার ৯৬৬ ইউরো। এর এক সপ্তাহ পরেই ১৩ নভেম্বর জি২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে যান তিনি। আর ফিরে আসেন ১৭ নভেম্বর। এই রাউন্ড ট্রিপের জন্য খরচ হয়েছিল ৩ লক্ষ ৪০ হাজার ইউরো। এরপর ৬২ হাজার ইউরোর খরচে লাটভিয়া, এস্টোনিয়ায় একদিনের সফরে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী। এছাড়াও নথি বলছে, প্রায় ২০ হাজার ইউরোর কাছাকাছি খরচ হয়েছে প্রধানমন্ত্রীর থাকা, খাওয়া ও ভিসার জন্য। আর এই সমস্ত খরচ ব্রিটেনের রাজকোষ থেকে খরচ হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে ঋষি সুনকের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। করদাতাদের টাকায় সুনক বিলাসবহুল জীবনা কাটাচ্ছেন বলে সুর চড়িয়েছেন তাঁরা। ব্রিটেনের লিবারেল ডেমোক্র্যাটস নিজেদের টুইটার থেকে সুনকের বিরুদ্ধে তোপ দেগেছেন। তারা লিখেছে, “যে সময় বেশিরভাগ মানুষ খাবার পাচ্ছেন না বা রোজগার খরচ চালাতে পারছেন না, তখন করদাতাদের টাকায় এই বিলাসবহুল জীবনযাপন খুবই বিস্ময়কর।” এদিকে বিরোধীরা সমালোচনা শুরু করতেই ডাউনিং স্ট্রিটের তরফে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে,‘দ্বিপাক্ষিক সফর, আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর কাজের মধ্যেই পড়ে। আন্তর্জাতিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং বাণিজ্যের ক্ষেত্রে তা অত্যন্ত জরুরি’।