বকলমে কি এবার আমেরিকা চালাবেন ভারতীয় বংশোদ্ভূতরাই!

মার্কিন প্রতিরক্ষার হেডকোয়ার্টার পেন্টাগনেও প্রধান তথ্য আধিকারিক হিসাবে রাজ আইয়ারের নিযুক্ত হওয়ার কথা প্রকাশিত হয়েছে অনেক আগেই।

বকলমে কি এবার আমেরিকা চালাবেন ভারতীয় বংশোদ্ভূতরাই!
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Jan 17, 2021 | 2:49 PM

ওয়াশিংটন: আর ২ দিন পরেই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বাইডেন (Joe Biden)। এবারের মার্কিন প্রেসিডেন্টের শপথ বিগত বছরগুলির থেকে আলাদা ও ঐতিহাসিক। কারণ এবারই প্রথম মহিলা কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন কমলা হ্যারিস। এছাড়াও বাইডেনের প্রশাসনিক দলে গুরুত্বপূর্ণ পদে থাকছেন ২০ জন ভারতীয় বংশোদ্ভূত।

প্রথমেই ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলাকে বেছে নিয়ে চমক দিয়েছিলেন জো। আমেরিকার ইতিহাসে কমলাই প্রথম ভাইস প্রেসিডেন্ট যার সঙ্গে ভারতীয় যোগ রয়েছে। মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ৫৬ বছরের কমলা হ্যারিসের নাম। তবে শুধু কমলা নয়, বাইডেনের ক্যাবিনেটে রয়েছেন একাধিক অনাবাসী ভারতীয়। আর তাদের মধ্যে বেশির ভাগই মহিলা। হোয়াইট হাউস অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট পদে রয়েছেন অনাবাসী ভারতীয় নিরা টন্ডেন। সার্জেন জেনারেল হিসাবে আরেক ভারতীয় ডঃ বিবেক মূর্তির নাম আগেই ঘোষণা করেছেন জো।

বাইডেন আমলে অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল ডিপার্টমেন্ট অব জাস্টিস হিসাবে দায়িত্ব সামলাবেন বনিতা গুপ্তা। গণতন্ত্র, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে স্টেট সেক্রেটারির তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ পদে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত উজরা জেয়া। হবু ফার্স্ট লেডি জিল বাইডেনের নীতি নির্ধারণ করবেন মালা আদিগা। জিল বাইডেনের অফিসের ডিজিটাল ডিরেক্টর হচ্ছেন গরিমা বর্মা। ফার্স্ট লেডির অফিসের ডেপুটি প্রেস সেক্রেটারি পদে নিযুক্ত হচ্ছেন সবরিনা সিং।

প্রথমবারের জন্য মার্কিন প্রশাসনে জায়গা পাচ্ছেন কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত কেউ। হোয়াইট ডিজিটাল স্ট্র্যাটেজি ঠিক করবেন কাশ্মীরের মেয়ে আয়েশা শাহ। আমেরিকার জাতীয় অর্থনীতি কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর হচ্ছেন সমিরা ফয়জল। আমেরিকার জাতীয় অর্থনীতি কাউন্সিলের আরও এক ডেপুটি ডিরেক্টর হচ্ছেন ভরত রানামূর্তি। প্রেসিডিন্সিয়াল পার্সোনেলের অফিসের ডেপুটি ডিরেক্টর হচ্ছেন ওবামা আমলের গৌতম রাঘবন। ডিরেক্টর অব স্পিচরাইটিং পদে নিয়ুক্ত হচ্ছেন বিনয় রেড্ডি। হোয়াইট হাউসে অ্যাসিসটেন্ট প্রেস সেক্রেটারি হচ্ছেন বেদন্ত পাটেল।

আরও পড়ুন: শপথ নিয়েই ৪ সমস্যার ‘দাওয়াই’ আনবেন বাইডেন!

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদেও থাকছেন ৩ জন ভারতীয় বংশোদ্ভূত। সে দেশের বিদেশ নীতি ও জাতীয় সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তরুণ ছবরা, সুমনা গুহ ও শান্তি কলাথিল। জলবায়ু সংক্রান্ত বিষয়ের উপদেষ্টা পদে থাকছেন সোনিয়া আগরওয়াল, করোনা টেস্টিংয়ের নীতি উপদেষ্টা পদে থাকছেন বিদুর শর্মা। এছাড়াও হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন নেহা গুপ্তা ও রিমা শাহ। মার্কিন প্রতিরক্ষার হেডকোয়ার্টার পেন্টাগনেও প্রধান তথ্য আধিকারিক হিসাবে রাজ আইয়ারের নিযুক্ত হওয়ার কথা প্রকাশিত হয়েছে অনেক আগেই। সব মিলিয়ে আমেরিকার একটা বড় দায়িত্ব থাকছে অনাবাসী ভারতীয়দের উপর। তবে শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বংশোদ্ভূতরাও বাইডেন আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।