পরিস্থিতি ভালো নয়, বায়ুসেনা বিমানে আজই মাজার-ই-শরিফ থেকে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের
Afganistan: গত কয়েকদিন ধরে আফগানিস্তানের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশের বেশির ভাগ অংশই তালিবানি দখলে। নিশানা করা হচ্ছে মন্ত্রীদেরও।
নয়া দিল্লি: আর কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারত। তড়িঘড়ি বিমানে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় কূটনীতিকদের। আজ মঙ্গলবার বিকেলেই বায়ুসেনা বিমানে ফিরিয়ে আনা হবে ভারতীয় আধিকারিকদের। আফগানিস্তানের মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাসে কর্তব্যরত ছিলেন তাঁরা। এর আগে কান্দাহার মিশন থেকে যা ভাবে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছিল, সে ভাবেই আজও ফিরিয়ে আনা হবে।
আজই মাজার-ই-শরিফ থেকে একটি বিমান দিল্লি ফিরবে। এলাকায় বসবাসকারী সব ভারতীয়কে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা দ্বিধা না করে ফিরে আসেন। মাজার-ই-শরিফের ভারতীয় রাষ্ট্রদূত সব ভারতীয়ের উদ্দেশে এই বার্তা দিয়েছেন। যে সব ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক, তাঁদের বলা হয়েছে যাতে তাঁরা পুরো নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ হোয়াটসঅ্যাপ করেন। দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে- ০৭৮৫৮৯১৩০৩ ও ০৭৮৫৮৯১৩০১।
আফগানিস্তানে কাবুল দূতাবাস ছাড়াও মোট চারটি কনস্যুলেট রয়েছে ভারতের। ভারতীয় সেনা আধিকারিকেরাও সেখানে আফগান সেনা ও পুলিশকে ট্রেনিং দেওয়ার দায়িত্বে রয়েছেন। সব আধিকারিককে ফিরিয়ে আনা হবে কি না, তা এখনও জানা যায়নি। তবে সরিয়ে আনার কাজ দ্রুত শুরু হবে বলে সূত্রের খবর। জালালাবাদ ও হায়রাত শহরে কনস্যুলেটের কাজ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এ বার বন্ধ করে দেওয়া হল মাজার-ই-শরিফের কনস্যুলেটের কাজ। বাকি থাকল কান্দাহার।
গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সম্পূর্ণ সরিয়ে নেওয়া হবে। এরপর থেকেই তালিবানি দখলে থাকা এলাকা সম্প্রসারিত হতে শুরু করেছে। সরকারের দখল থেকে একে একে এলাকা চলে যাচ্ছে তালিবানের হাতে। এমনকি আফগান আধিকারিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা সরকারের শাসনে থাকা এলাকায় চলে যাওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন প্রদেশ দখল করতে শুরু করেছে তালিবান। নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা। আরও পড়ুন: হাসপাতালের ভিড় ৬ মাসে সর্বোচ্চ, ডেল্টার দাপটে অসুস্থ শিশুরাও