Indian Labours: সৌদিতে কর্মরত শ্রমিকদের মধ্যে পাকিস্তানের তুলনায় ভারতীয়র সংখ্যা বেশি, কেন?
Pakistan labours: কেবল সৌদি নয়, জাপানেও পাকিস্তানের তুলনায় ভারতীয় শ্রমিকের সংখ্যা বেশি বলে জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সচিব জুলফিরার হায়দার। তিনি বলেন, "বিশ্বে দক্ষ শ্রমিকদের গন্তব্য হিসাবে উদীয়মান দেশ হল জাপান। সেখানে পাকিস্তান মাত্র ২০০ কর্মী পাঠাতে পেরেছে।"
করাচি: হজ যাত্রী নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব (Saud Arabia)। এর মধ্যেই সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের পরিসংখ্যান নিয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সৌদি আরবে কর্মরত শ্রমিকদের মধ্যে পাকিস্তানের তুলনায় ভারতীয় (Indian) ও বাংলাদেশির (Bangladeshi) সংখ্যা বেশি। এই রিপোর্ট তুলে ধরেছেন খোদ পাকিস্তানের বিদেশ মন্ত্রকের আধিকারিক জিশান খানজাদা। শুধু রিপোর্ট তুলে ধরা নয়, ভারতীয় ও বাংলাদেশী শ্রমিকের সংখ্যা বেশি হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
পাক সচিব জিশান খানজাদা জানান, পাকিস্তানের তুলনায় ভারতীয় ও বাংলাদেশী শ্রমিক বেশি পছন্দ করে সৌদি আরব। এর কারণ হল, দক্ষতা। তাঁর কথায়, “সৌদি আরব ভাল দক্ষতার জন্যই তাদের পাকিস্তানি সমকক্ষদের তুলনায় ভারতীয় এবং বাঙালি শ্রমিকদের বেশি পছন্দ করে।” এর জন্য ওমরাহ ভিসা (মক্কা ও মদিনায় যাওয়ার জন্য মূলত মুসলিমদের দেওয়া হয়) তুলনায় আরব ভিসা (সৌদিতে পর্যটনের জন্য যে কেউ পেতে পারে) পাওয়া সহজ বলেও জানান পাক সচিব।
কেবল সৌদি নয়, জাপানেও পাকিস্তানের তুলনায় ভারতীয় শ্রমিকের সংখ্যা বেশি বলে জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সচিব জুলফিরার হায়দার। তিনি বলেন, “বিশ্বে দক্ষ শ্রমিকদের গন্তব্য হিসাবে উদীয়মান দেশ হল জাপান। সেখানে পাকিস্তান মাত্র ২০০ কর্মী পাঠাতে পেরেছে। অথচ ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের শ্রমিকের সংখ্যা অনেক বেশি। জাপানে কর্মরত ভারতীয় শ্রমিকের সংখ্যা দেড় লক্ষ। এমনকি নেপালেরও ৯১ হাজার শ্রমিক সেখানে কর্মরত।” এপ্রসঙ্গে ভারতের চন্দ্রযানের প্রশংসা করেছেন পাক সচিব। তিনি বলেন, “ভারত চাঁদে পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর আমরা প্রতিদিন এখানেই হোঁচট খাচ্ছি।”
প্রসঙ্গত, সম্প্রতি সৌদি আরবে কর্মরত প্রবসী শ্রমিকদের পরিসংখ্যানের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেই রিপোর্টে দেখা যায়, ২০২২ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতীয় শ্রমিকের সংখ্যা ছিল সর্বাধিক, ৯০ শতাংশ। অন্যদিকে, পাকিস্তানের শ্রমিক ছিল ৭৭.৫ শতাংশ।