এবার ৫ মিনিটে করোনা পরীক্ষা! অভিনব আবিষ্কার ভারতীয় বংশোদ্ভূতর
দীপাঞ্জনদের দাবি অত্যন্ত কম খরচে এই পদ্ধতিতে করোনা পরীক্ষা করা সম্ভব হবে।
ওয়াশিংটন: এবার পাঁচ মিনিটেই করোনা (COVID-19) পরীক্ষা। ইলেক্ট্রোকেমিক্যাল সেনসরকে কাজে লাগিয়ে এমন পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী দীপাঞ্জন পান। ইলিনয়স ইউনিভার্সিটির গবেষক দীপাঞ্জনের নেতৃত্বে এই আবিষ্কারের কথা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এসিএস ন্যানো জার্নালে (ACS Nano Journal)।
ভাইরাসের আরএনএকে শনাক্ত করা হয় এই পদ্ধতিতে। ফিল্টার কাগজ, ন্যানোপ্লেটসের একটি কাঠামোয় সোনার ইলেক্ট্রোড রেখে এই পরীক্ষা করা হয়। ধাতব পদার্থের মধ্যে ইলেক্ট্রোডের পরিবর্তনের মাধ্যমে ভাইরাস শনাক্ত করা হয়। বর্তমানে সব আরএনএ পদ্ধতিতে করোনাভাইরাস শনাক্তকরণের প্রক্রিয়ায় ভাইরাসের এন জিনের একটি অংশকে খুঁজে বের করা হয়। কিন্তু গবেষকদের দাবি নতুন এই প্রক্রিয়ায় শনাক্ত করা হবে এন জিনের দুটি অংশকে। যার মাধ্যমে আরও নিশ্চিত হওয়া যাবে করোনা পরীক্ষায়।
আরও পড়ুন: বায়ু থেকে জল! অত্যাধুনিক আবিষ্কার আইআইটি গোয়াহাটির
ভারতে মূলত দুই ধরনের করোনা পরীক্ষা হয়। প্রথমটি আরটিপিসিআর ও দ্বিতীয়টি রেপিড অ্যান্টিজেন টেস্ট। দীপাঞ্জনদের দাবি অত্যন্ত কম খরচে এই পদ্ধতিতে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। গবেষক দল এ বিষয়েও আশাবাদী যে করোনার পাশাপাশি অন্য রোগের শনাক্তকরণের ক্ষেত্রেও কাজে আসতে পারে এই পরীক্ষা পদ্ধতি।