Iran-Israel: রাত থেকে ঘনঘন বিস্ফোরণ, এবার ইরানে পাল্টা এয়ারস্ট্রাইক ইজরায়েলের, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল?
Iran-Israel Conflict: ইরানের ইসাফাহান শহরের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। ইজরায়েল ইরানের এই শহরকেই নিশানা বানিয়েছে বলে খবর। এই হামলার পরই ইরানের এয়ারস্পেস দিয়ে যাওয়া একাধিক বিমানের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
তেহরান: উত্তপ্ত মধ্য প্রাচ্য। ইরানের মিসাইল হামলার পাল্টা জবাব দিল ইজরায়েল। বৃহস্পতিবার রাতে ইরানের উপরে হামলা চালাল ইজরায়েল। একাধিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। ইরানের ইসাফাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। তবে হামলার ভয়াবহতা বা হতাহতের খবর এখনও মেলেনি।
গত বছর শুরু হওয়া ইজরায়েল-হামাসের যুদ্ধ মোড় নিয়েছে ইজরায়েল-ইরানের যুদ্ধে। সিরিয়ায় ইরানের দূতাবাসে ইজরায়েল এয়ারস্ট্রাইক চালানোর পরই ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইজরায়েলকে কড়া জবাব দেবে। সেই হুমকি মতোই গত সপ্তাহে ইজরায়েলের উপরে ২০০ মিসাইল দিয়ে হামলা করে ইরান। পাল্টা হামলার হুমকি দেয় ইজরায়েলও। এবার সেই হামলাই চলল বৃহস্পতিবার রাতে।
এবিসি নিউজ সূত্রে খবর, ইরানের ইসাফাহান শহরের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। ইজরায়েল ইরানের এই শহরকেই নিশানা বানিয়েছে বলে খবর। এই হামলার পরই ইরানের এয়ারস্পেস দিয়ে যাওয়া একাধিক বিমানের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইরাক ও সিরিয়াতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর।
প্রসঙ্গত, এই ইসাফাহান শহরেই একাধিক পরমাণু কেন্দ্র রয়েছে। ইরানের ইউরেনিয়াম কেন্দ্র নাতানজ়-ও এখানেই অবস্থিত।
মার্কিন এক আধিকারিকও জানিয়েছেন, ইজরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছে। তবে ইরাক ও সিরিয়ার উপরে হামলা চালানো হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলা চালায় ইজরায়েল। এরই পাল্টা জবাবে ইরান গত ১৩ এপ্রিল ইজরায়েলের উপরে ২০০-রও বেশি মিসাইল দিয়ে হামলা চালায়। ইরান ইতিমধ্যেই তাদের এয়ার ডিফেন্স সিস্টেম চালু করেছে। ইরানের এলিট মিলিটারি ফোর্স ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পসও সর্বাধিক সতর্কতা জারি করেছে সমস্ত ঘাঁটি ও ক্যাম্পে।