Israel-Hamas War: বইছে রক্তগঙ্গা, গাজা সীমান্তের দখল নিল ইজরায়েলি সেনা, ৪ দিনে ৩ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

Gaza War: যুদ্ধে এখনও অবধি ৩ হাজার নাগরিকের মৃত্যু হয়েছে। এরমধ্য়ে ৯০০-রও বেশি ইজরায়েলের নাগরিক রয়েছে। অন্যদিকে, গাজার প্রশাসনের তরফে এখনও অবধি ৭৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

Israel-Hamas War: বইছে রক্তগঙ্গা, গাজা সীমান্তের দখল নিল ইজরায়েলি সেনা, ৪ দিনে ৩ হাজার ছাড়াল মৃতের সংখ্যা
লেবানন সীমান্তে ইজরায়েলি সেনা।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 6:31 AM

জেরুজালেম: লাগাতার গোলাবর্ষণ, পণবন্দি করে খুন! ভয়ঙ্কর যুদ্ধ চলছে ইজরায়েল ও প্যালেস্তাইনের হামাস বাহিনীর মধ্যে (Israel-Hamas War) । যুদ্ধ শুরুর চারদিন পর, মঙ্গলবার এই সংঘর্ষে মৃতের সংখ্য়া ৩ হাজার পার করল। এদিকে, ইজরায়েলের তরফে জানানো হল, গাজা সীমান্ত (Gaza Border) তারা দখল নিয়েছেন। হামাসকে ধ্বংস করার শপথ নিয়েছেন ইজরায়েলের মুখ্যমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গাজা স্ট্রিপ থেকেই শনিবার ইজরায়েলের উপরে হামলা শুরু করেছিল হামাস বাহিনী। ২০ মিনিটের মধ্যে ৫ হাজার রকেট ছুঁড়ে যুদ্ধের সূচনা করে হামাস। পাল্টা জবাব দিতে পিছিয়ে থাকেনি ইজরায়েলও। চালু করা হয় বিশেষ ‘ডোম সিস্টেম’। ধ্বংস করা হয় গাজা স্ট্রিপ থেকে উড়ে আসা একের পর এক মিসাইল-রকেট। এরপর থেকে সংঘর্ষ জারি রয়েছে। বিগত ৭৫ বছরে এটি ইজরায়েলের উপরে সবথেকে ভয়াবহ হামলা বলেই মনে করা হয়।

মঙ্গলবার ইজরায়েলের তরফে জানানো হয়, তারা ফের গাজার দখল নিয়েছে। গাজার সীমান্ত এখন ইজরায়েলি সেনার নিয়ন্ত্রণে। সে দেশের সেনার তরফেও বিবৃতিত জানানো হয়েছে, গাজার সীমান্ত ও দক্ষিণ অংশের অধিকাংশ অঞ্চলই পুনর্দখল করে নেওয়া হয়েছে। প্রায় ১২টিরও বেশি শহর থেকে উৎখাত করা হয়েছে হামাস বাহিনীকে। ১৫০০ হামাস যোদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে  গাজা স্ট্রিপ ও তার আশেপাশের এলাকাগুলি থেকে।

যুদ্ধে এখনও অবধি ৩ হাজার নাগরিকের মৃত্যু হয়েছে। এরমধ্য়ে ৯০০-রও বেশি ইজরায়েলের নাগরিক রয়েছে। অন্যদিকে, গাজার প্রশাসনের তরফে এখনও অবধি ৭৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শুধুমাত্র বিরি নামক একটি জায়গাতেই হামাসের যোদ্ধারা শতাধিক নাগরিককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে বলে জানা গিয়েছে। ছাড় পায়নি মহিলা, শিশু বা প্রবীণরাও।

সোমবারই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্যালেস্তাইনের হামাস বাহিনীকে আইসিস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “হামাসরা জঙ্গি। ওরা শিশু বা মহিলাদেরও ছাড়ছে না। হামাস নৃশংস, ওরা আইসিস।”

হামাসকে শেষ করার শপথ নিয়ে দেশবাসীর কাছে পাশে থাকার আবেদন জানিয়েছেন তিনি। জাতীয় ঐক্যের জন্য বিরোধী নেতাদেরও কোনও পূর্ব শর্ত ছাড়াই জরুরি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।