Israel: গায়ে পোশাক নেই বললেই চলে, হাতে বন্দুক! ইনি ইজরায়েলের ‘বন্দুক রানি’
Israel's Queen of Guns Natalia Fadeev: নাটালিয়া বলেছেন, "কঠিন সময়ে প্রাপ্তবয়স্ক কনটেন্ট পোস্ট করার কথা আমি ভাবতেও পারিনি। কিন্তু, জীবন তো থেমে থাকে না। এগিয়ে চলে। তাই আমি এই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। আপনারা আবার আমার সেক্সি ছবি-ভিডিয়োগুলি দেখতে পাবেন।"
তেল আবিব: মাস খানেক আগেও, নিয়মিত প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে নিজের ছবি পোস্ট করতেন তিনি। গায়ে পোশাক প্রায় থাত না বললেই চলে, তবে হাতে থাকত বন্দুক। আর এই ছবি ও ভিডিয়োগুলির দৌলতে মোটা টাকাও অর্জন করতেন। কিন্তু, ইজরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষিতে গত একমাস ধরে, প্রাপ্তবয়স্ক কনটেন্টগুলি পোস্ট করা বন্ধ করে দিয়েছিলেন তিনি। যুদ্ধের প্রেক্ষিতে প্রাপ্তবয়স্ক ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন বন্ধ করে যোগ দিয়েছিলেন যুদ্ধে। একমাস পর, ফের ওই ধরনের বিষয়বস্তু পোস্ট করা শুরু করলেন নাটালিয়া ফাদেভ। এই ইজরায়েলি ওনলিফ্যান্স মডেল বেশি পরিচিত ‘কুইন অব গানস’ বা ‘বন্দুকের রানি’ নামে।
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাস গোষ্ঠীর অতর্কিত হামলার পর, সকল ইজরায়েলি নাগরিকদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়েছিল। পুরুষদের ৩২ মাস এবং মহিলাদের ২৪ মাসের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে বলেছিল নেতানিয়াহু সরকার। বাহিনীতে ডাক পান ‘বন্দুকের রানি’ নাটালিয়াও। আর তারপরই, ওনলিফ্যান্স ওয়েবসাইটে প্রাপ্ত বয়স্ক ছবি দেওয়া বন্ধ করে ইনস্টাগ্রামের স্টোরিতে এক ইজরায়েলি ব্যারাক থেকে সামরিক উর্দিতে তোলা সেলফি পোস্ট করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “এখন সোশ্যাল মিডিয়ায় আমায় খুব বেশি পাবেন না। আমি রিজার্ভ ডিউটির জন্য ইউনিটে যোগ দিয়েছি। কতদিনের জন্য ইজরা.য়েলি প্রতিরক্ষা বাহিনীতে পরিষেবা দিতে হবে জানি না। আমাদের জন্য প্রার্থনা করুন।”
এখন, এই মডেল ফের সোশ্যাল মিডিয়ায় প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু পোস্ট করা শুরু করেছেন। মুখে মেক আপ, পরণে সামরিক উর্দি – এই অবস্থায় টহলদারির কর্তব্য পালন করতে করতেই সেলফি তুলে পোস্ট করছেন। অনেকেই এই দুঃসময়েও তিনি এই ধরনের পোস্ট করে অর্থের পিছনে ছুটছেন বলে তাঁর সমালোচনা করছেন। কিন্তু তাঁর দাবি, অর্থ উপার্জনের জন্য নয়, গোটা বিশ্বের সামনে ইজরায়েলিদের বাস্তব পরিস্থিতিটা তুলে ধরতেই তিনি এই পোস্টগুলি করছেন। তিনি আরও জানিয়েছেন, ছোট থেকে সবসময়ই তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু, সত্যিকারের যুদ্ধ তাঁর চিন্তা-ভাবনা, অগ্রাধিকার বদলে দিয়েছে। যুদ্ধের পর নতুন করে জীবনের পরিকল্পনা করতে চান তিনি।
আর অনলিফ্যান্সে তাঁর প্রাপ্তবয়স্ক কনটেন্টের কী হবে? নাটালিয়া জানিয়েছেন, তাঁকে এই প্রশ্নটাই সবথেকে বেশি শুনতে হচ্ছে। তিনি বলেছেন, “আমি এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু এতবার এই একি প্রশ্ন শুনতে হচ্ছে, তাই এটার উত্তর দিতে চাই। আমি গত এক মাস অনলিফ্যান্সে কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করিনি। কিন্তু, এখন আবার সেখানে পোস্ট করা শুরু করেছি। এমন কঠিন সময়ে প্রাপ্তবয়স্ক কনটেন্ট পোস্ট করার কথা আমি ভাবতেও পারিনি। কিন্তু, জীবন তো থেমে থাকে না। এগিয়ে চলে। তাই আমি এই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। আপনারা আবার আমার সেক্সি ছবি-ভিডিয়োগুলি দেখতে পাবেন।”
গত একমাসের বেশি সময় ধরে ইজরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত চলছে। ইজরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে ১১,০০০-এর বেশি প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইজরায়েলি পক্ষে মৃতের সংখ্যা ১,২০০-র বেশি।