Shinzo Abe Passes Away: কয়েক ঘণ্টার লড়াই শেষ, প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে

Shinzo Abe Passes Away: গুলিবিদ্ধ হওয়ার পরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে।

Shinzo Abe Passes Away: কয়েক ঘণ্টার লড়াই শেষ, প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 3:05 PM

টোকিয়ো: প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে। শুক্রবার সকালেই তাঁকে গুলি করে এক আততায়ী। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। গুলিবিদ্ধ হওয়ার পরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁর অবস্খা অতি সঙ্কটজনক ছিল। জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, প্রয়াত হয়েছেন শিনজ়ো আবে। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে। আগামী রবিনার জাপানের সংসদের উচ্চকক্ষে নির্বাচন রয়েছে। সেই কারণেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই বছর ৪০-র এক ব্যক্তি তাঁর উপরে গুলি চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। একাধিক জাপানের সংবাদমাধ্যমের তরফে সকালেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, শিনজ়ো আবে মারা গিয়েছেন। যদিও পরে বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, শিনজ়ো আবে মারা যাননি। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

দুপুরেই জাপানি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, কয়েক ঘণ্টার লড়াইয়ের পর মৃত্যু হয়েছে শিনজ়ো আবের। চিকিৎসকেরা সবরকমের চেষ্টা করলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। গুলিবিদ্ধ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই শিনজ়ো হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ঘণ্টা চারেক তিনি ভেন্টিলেশনে ছিলেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির তরফেও বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, শিনজ়ো আবের মৃত্যু হয়েছে। এদিন সকালে তাঁর উপরে আততায়ী হামলা হয়। তাঁর গলায় গুলি লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে তাঁকে রক্তও দেওয়া হয়, কিন্তু শেষরক্ষা করা যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

শিনজ়ো আবের মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে লেখেন, “আমার অত্যন্ত কাছের বন্ধু শিনজ়ো আবের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি স্তম্ভিত ও দুঃখিত। উনি একজন অসাধারণ বিশ্বনেতা  ও দক্ষ প্রশাসক ছিলেন। উনি নিজের গোটা জীবনটাই জাপান ও বিশ্বকে আরও ভাল করার কাজের জন্য অর্পণ করেছিলেন।”

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী আগামিকাল রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছেন।