কলিনস অভিধানের ওয়ার্ড অব দ্য ইয়ার ‘লকডাউন’, সংযুক্ত হল ‘টিকটকার’ শব্দও
কলিনস অভিধানে এই বছর সংযুক্ত হয়েছে 'টিকটকার' শব্দটি। যার অর্থ টিকটকে পোস্ট সৃষ্টিকারী।
TV9 বাংলা ডিজিটাল: বিগত কয়েক মাসে তিনটি শব্দ মানুষের নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে। প্রথমটি ‘করোনাভাইরাস’, দ্বিতীয়টি ‘সোশ্যাল ডিস্টেন্সিং’ ও তৃতীয় ‘লকডাউন (Lockdown)।’ বিগত কয়েক মাসে যে পরিমানে ‘লকডাউন’ শব্দটি ব্যবহৃত হয়েছে তা গত বছরের প্রায় ৬৫ গুণ। তাই কলিনস অভিধানের এ বছরের ওয়ার্ড অব দ্য ইয়ার ‘লকডাউন।’
এমনকি যে ১০ টি শব্দকে ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করছে তার মধ্যে ৬ টি শব্দই করোনার সঙ্গে সম্পর্কিত। ২০২০ করোনাময়, তাই করোনার বাইরে আর কিছুই ভাবতে পারছেন না সাধারণ মানুষ। তাই বারবার ফিরে ফিরে আসছে এই শব্দগুলি। ১০ টি ওয়ার্ড অব দ্য ইয়ারের মধ্যে রয়েছে ‘করোনাভাইরাস’, ‘সোশ্যাল ডিস্টেনিসিং’, ‘সেল্ফ-আইসোলেট’, ‘ফারলভ’, ‘কি ওয়ার্কার’ ও ‘লকডাউন।’
কলিনস অভিধানের ভাষাবিদ হেলেন নিউস্টিড বলেছেন, “২০২০ সাল নিয়ন্ত্রণ করেছে বিশ্ব মহামারি। আমাদের কাজ করা, পড়া, কেনাকাটি করা সবকিছুতেই প্রভাব ফেলেছে ‘লকডাউন’।” বিশ্বের একাধিক দেশ দ্বিতীয় দফার লকডাউনের পথে হাঁটছে। কলিনস বিশ্ববিদ্যালয় অনুযায়ী লকডাউনের মানে হল ভ্রমণ, সামাজিক স্থানে শক্ত নিয়ন্ত্রণ কায়েম করা। আর ‘করোনাভাইরাস’ শব্দের অর্থ এক ধরনের আরএনএ ভাইরাস যা শ্বাস প্রক্রিয়ায় আঘাত হানতে পারে।
অভিধান থেকে বাদ যায়নি গুরুত্বপূর্ণ ঘটনাও। আমেরিকার কৃষ্ণাঙ্গ বিপ্লবের ফলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ এই শব্দের সংক্ষিপ্ত রূপ ‘BLM’ এর ব্যবহার বেড়েছে প্রায় ৫৮১ শতাংশ। কলিনস অভিধানে এই বছর সংযুক্ত হয়েছে ‘টিকটকার’ শব্দটি। যার অর্থ টিকটকে পোস্ট সৃষ্টিকারী ব্যক্তি। দক্ষিণ কোরিয়ায় ভিডিয়ো ভ্লগাররা একসঙ্গে অনেক খাবার খেয়ে ভিডিয়ো পোস্ট করেন। তাঁকে ‘মাকব্যাং’ বলা হয়। অভিধানে সংযুক্ত হয়েছে সে শব্দও। ব্রিটেনের রাজ পরিবারের প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেঘানের রাজকর্ম থেকে সরে যাওয়ার ঘটনাকে ‘মেগক্সিট’ শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে এই অভিধানে।