রাজা রঞ্জিত সিং-এর মূর্তি টান মেরে ভেঙে দেওয়ার চেষ্টা পাকিস্তানের চরমপন্থীদের

টুইটারে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে টান মেরে ভেঙে ফেলা হচ্ছে সেই মূর্তি।

রাজা রঞ্জিত সিং-এর মূর্তি টান মেরে ভেঙে দেওয়ার চেষ্টা পাকিস্তানের চরমপন্থীদের
এই মূর্তি ভেঙে দেওয়া হয়েছে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 3:40 PM

ইসলামাবাদ: পাকিস্তানে ভেঙে দেওয়া হয়েছে রাজা রঞ্জিৎ সিং-এর মূর্তি। মঙ্গলবার সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ২০১৯-এর পর থেকে এই নিয়ে পরপর তিনবার এই মূর্তি ভাঙার ঘটনা হয়েছে পাকিস্তানে। এই ঘটনা লাহোরে ঘটেছে বলে জানা গিয়েছে। অষ্টাদশ শতকের এই শিখ রাজার একটি মূর্তি ছিল সেখানে। সন্দেহভাজন অভিযুক্তরা পাকিস্তানের চরমপন্থী সংগঠন তেহরিক-ই-লাবাইক সংগঠনের সদস্য বলে অনুমান। এই সংগঠনকে কিছুদিন আগেই নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ইমরান খান সরকার।

টুইটরে প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, রঞ্জিত সিং-এর মূর্তিতে আঘাত করা হচ্ছে। হাত দিয়েই ঘুষি মারছে অভিযুক্তরা। তবে মূর্তি পড়ে যাওয়ার আগে ছুটে আসেন অনেকে।

২০১৯-এর ২৭ জুন লাহোর ফোর্টের বাইরে মূর্তি উন্মোচন করা হয়। রাজা রঞ্জিত সিং ৪০ বছর ধরে পঞ্জাবের শাসন ক্ষমতায় ছিলেন। শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজা ছিলেন তিনিই। আর লাহোর ছিল সেই শিখ সাম্রাজ্যেরই অধীনে। লাহোরেই মৃত্যু হয়েছিল রাজার রঞ্জিত সিং-এর। ২০১৯-এ ৯ ফুটের এই মূর্তি তৈরি হয়। আরবি ঘোড়ায় ‘কাহার বাহার’-এ চড়া সেই মূর্তি তৈরি হয় ফাইবার ও ব্রোঞ্জ দিয়ে।

সাধারণ মানুষের জন্য এই মূর্তি খুলে দেওয়া হয় ২০১৯-এ। আর তারপরই ভাঙচুরের ঘটনা ঘটে। সেই সময় এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। পরে ২০২০-র ডিসেম্বরে আরও একবার মূর্তি ভাঙা

কিছুদিন আগেই পাকিস্তানে মন্দির ভাঙা ঘটনা ঘটে। মন্দিরের ওপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। ভাঙচুর চালানো হয় সিদ্ধিবিনায়ক মন্দিরে। মূর্তিও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রহিম ইয়ার খান জেলায় ভঙ শহরে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকেই উস্কানি ছড়ায় বলেই জানা গিয়ে্যে। এরপরই লোহার রড, লাঠি, পাথর হাতে ওই মন্দিরে যায় দুষ্কৃতীরা। এলাকার হিন্দু পরিবারগুলিকে সুরক্ষা দিতে পাক রেঞ্জার্স মোতায়েন করা হয়।

এই ঘটনার কড়া নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটে তিনি লেখেন, ‘ভঙ-এর মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমি পঞ্জাবের আইজি-র সঙ্গে কথা বলেছি, যাতে দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করা হয়। সরকার ওই মন্দির নতুন করে গড়ে দেবে।’ আরও পড়ুন: ‘তৃণমূল করলে হাত কেটে ফেলা হবে’, ফের হুমকি পোস্টারে মাও-আতঙ্ক পুরুলিয়ায়