ভিডিয়ো: বিমানবন্দরে ঢুকলেই মুক্তি! পাঁচিলে বসে ‘মুক্তি’র স্বাদ নেওয়ার আগেই গুলি চালাল তালিবান
Viral Video of Taliban firing at Afghan: একটি সংবাদ মাধ্যমের তরফে শেয়ার করা ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, "কাবুল বিমানবন্দরে ঢোকার চেষ্টা করা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে তালিবান।"
কাবুল: তালিবানরা প্রতিশ্রুতি দিয়েছে শহরে রক্তগঙ্গা বইবে না। সেই প্রতিশ্রুতি কতটা পূরণ করছে তারা, ফের তার প্রমাণ মিলল হাতেনাতে। রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর থেকেই আফগানবাসীর বাঁচার আপ্রাণ চেষ্টা ও তালিবানের নৈরাজ্যের চাক্ষুষ প্রমাণ মিলছে। এ বার শহর ছেড়ে পালানোর চেষ্টা করায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে মারার ভিডিয়ো সামনে এল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্য়ক্তি তালিবানদের হাত থেকে বাঁচতে বিমানবন্দরের উচু পাঁচিলে উঠেছেন এক ব্যক্তি। সেই সময়ে নীচেই বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে এক তালিবানি জঙ্গি। মুক্তির খুশিতেই পাঁচিলের উপর বসা ওই ব্যক্তিকে অঙ্গভঙ্গি করে দেখালেন যে তিনি এ বার মুক্ত পাখির মতো অন্য দেশে উড়ে যাবেন। ব্য়স, এইটুকুই যথেষ্ট ছিল রাগ ধরানোর। একটিও শব্দ খরচ না করেই সরাসরি ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাল কালো পোশাক পরা ওই তালিবানি। কপাল জোরে ওই ব্যক্তির গা ছুঁয়ে বেরিয়ে যায় ওই গুলি। প্রাণ বাঁচাতে উচু পাঁচিল থেকেই নীচে ঝাঁপ দেন ওই ব্যক্তি।
Taliban Fighter shooting on a man trying to enter to the #kabulairport, He actually expected the Taliban to behave like the police of the previous Government, while No, Taliban speak another language of behavior. pic.twitter.com/3T8tcl4joY
— Aśvaka – آسواکا News Agency (@AsvakaNews) August 17, 2021
স্থানীয় একটি সংবাদ মাধ্যমের তরফে শেয়ার করা ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “কাবুল বিমানবন্দরে ঢোকার চেষ্টা করা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে তালিবান। ওই ব্যক্তি ভেবেছিলেন তালিবানরাও হয়তো আগের সরকার বা পুলিশের মতো ব্যবহার করবে। কিন্তু সম্পূর্ণ অন্য় ভাষায় কথা বলে তালিবানরা।”
রবিবার কাবুল তালিবান বাহিনীর দখলে চলে যাওয়ার পর থেকেই বন্ধ হয়ে গিয়েছে সমস্ত সীমান্ত ও সড়ক পথ। দেশ ছেড়ে পালাবার একমাত্র রাস্তা কাবুলের হামিদ কারজ়াই আন্তর্ডজাতিক বিমানবন্দর। সেমবার সকাল থেকেই তাই রাস্তায় দেখা যায় মানুষের ভিড়। কাতারে কাতারে মানুষ উর্ধ্বশ্বাসে ছুটছেন বিমানবন্দরের দিকে। পিছনে তাড়া করছে তালিবান মুজাহিদ্দিনের সদস্যরা।