Mark Zuckerberg: অশনি সঙ্কেত! একদিনেই কোটি কোটি ডলার খুইয়ে আরও ‘গরিব’ ফেসবুকের প্রতিষ্ঠাতা?

Mark zuckerberg: বৈদ্যুতিক যানবাহন কোম্পানি রিভিয়ানে বিনিয়োগের জন্য অ্যামাজনের ছুটি-ত্রৈমাসিক মুনাফা বেড়েছে

Mark Zuckerberg: অশনি সঙ্কেত! একদিনেই কোটি কোটি ডলার খুইয়ে আরও 'গরিব' ফেসবুকের প্রতিষ্ঠাতা?
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 1:56 PM

লস অ্যাঞ্জেলেস: সম্প্রতি ফেসবুকের (Facebook) নাম পরিবর্তন করে মেটা করেছিলেন তিনি। নাম পরিবর্তন নিয়ে কয়েকদিনের মধ্যেই মোটা টাকা খোয়ালেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জ়ুকারবার্গ (Mark Zuckerberg)। বৃহস্পতিবার শেয়ার বাজারে জ়ুকারবার্গের মেটা প্ল্যাটফর্ম ইঙ্কের শেয়ার নিম্নমুখী হওয়ার কারণে ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার খুইয়েছেন এই ধনকুবের। অন্যদিকে অ্যামাজ়নের (Amazon) জেফ বেজোস শেয়ার বাজার থেকে ২ হাজার কোটি টাকার মুনাফা করেছেন। শেয়ার বাজারে মেটা প্ল্যাটফর্ম ইঙ্কের স্টক ২৬ শতাংশ পড়েছে। এদিন মার্কিন এই সংস্থার বাজার মূল্য ২০ হাজার কোটি মার্কিন ডলারের নিচে নেমেছে যা এখনও অবধি সর্বনিম্ন। ফোর্বস ম্যাগাজ়িন সূত্রে জানা গিয়েছে, এই কারণে সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও জ়ুকারবার্গে মোট সম্পদের পরিমান কমে ৮ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। এই তথ্য প্রযুক্তি সংস্থা যা আগে ফেসবুক নামেই পরিচিত ছিল, তার ১২.৮ শতাংশ মালিকানা জ়ুকারবার্গের অধীনে রয়েছে। অন্যদিকে ই-কমার্স সংস্থা অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেজোসের কাছে সংস্থার ৯.৯ শতাংশ মালিকানা রয়েছে, এমনটাই জানিয়েছে রেফিনিটিভ ডাটা। ফোর্বসের মতে, ধন সম্পদের দিক থেকে পৃথিবীতে তৃতীয় বেজোস।

আরও পড়ুন : Galwan Clash : লুকোনো হয়েছে মৃত সেনার সংখ্যা, গালওয়ান সংঘর্ষে চিনের বোল খুলল অস্ট্রেলিয়ান সাংবাদিক

বৈদ্যুতিক যানবাহন কোম্পানি রিভিয়ানে বিনিয়োগের জন্য অ্যামাজনের ছুটি-ত্রৈমাসিক মুনাফা বেড়েছে; এবং সংস্থার তরফে বলা হয়েছে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাইম সাবস্ক্রিপশনের বার্ষিক মূল্য বৃদ্ধি করবে। পাশাপাশি বর্ধিত ট্রেডিংয়ে সংস্থার শেয়ার ১৫ শতাংশ বৃদ্ধি করা হবে বলেই জানানো হয়েছে। ২০০৯ সালের পর শুক্রবার সবথেকে বেশি লাভের মুখ দেখেছে সংস্থাটি। ২০২১ সালে বেজোসের মোট সম্পদ ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং তাঁর সম্পদের পরিমাণ বেড়ে ১৭ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারে পৌঁছে গিয়েছিল, এমনটাই জানিয়েছিল ফোর্বস। অনেকেই মনে করেছিলেন, করোনা প্যানডেমিকের কারণে সাধারণ মানুষ অনলাইন কেনাকাটার ওপর বেশি নির্ভরশীল হওয়ার কারণে সম্পদ এত দ্রুত বৃদ্ধি পেয়েছে।

একদিন মার্ক জ়ুকারবার্গের সম্পদের পরিমাণ যেভাবে কমেছে, সেই নজির খুব কমই আছে। গত বছর নভেম্বর মাসে টেসলা ইঙ্কের কর্ণধান এলন মাস্কের মোট সম্পদও একদিনে ৩ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার কমে গিয়েছিল। এই মুহূর্তে মাস্ক পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। মাঝে টুইটারে তিনি জনগণের মতামত নিয়ে জানতে চেয়েছিলেন তিনি যদি নিজের মালিকানাধীন টেসলার ১০ শতাংশ শেয়ার ছেড়ে দেন, তবে কী হবে? এই বিপুল সম্পত্তি ক্ষয় জ়ুকারবার্গ কীভাবে সামাল দেন সেদিকেই নজর থাকবে সকলের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা