Rupert Murdoch: ‘এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ’, ৯২ বছরে পঞ্চমবার বিয়ে করছেন রুপার্ট মারডক
Rupert Murdoch Marriage: সংবাদমাধ্যমের প্রবাদপ্রতীম ব্যক্তি রুপার্ট মারডকের ব্যক্তিগত জীবনও বরাবরই খবরের শিরোনামে থেকেছে। ব্যক্তিগত জীবনের ওঠাপড়া ট্যাবলয়েডে জায়গা করে নিয়েছে বারবার। গত বছরই ডেন্টিস্ট তথা রেডিয়ো সঞ্চালক অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদান ঘোষণা করেছিলেন রুপার্ট মারডক।
নিউ ইয়র্ক: কথায় আছে, প্রেম-ভালবাসা কোনও বয়স মানে না। মনের মিল থাকলে, বেশি বয়সে বিয়েও কোনও ব্যাপার নয়। এই প্রবাদকেই অক্ষরে অক্ষরে প্রমাণ করছেন মিডিয়া ব্যারন রুপার্ট মারডক। ৯২ বছর বয়সে তিনি আবার বিয়ে করতে চলেছেন।এই নিয়ে পঞ্চমবার বিয়ে করবেন রুপার্ট মারডক।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী জুন মাসেই আবার বিয়ে করতে চলেছেন রুপার্ট মারডক। প্রেমিকা ইলিনা জ়ুকোভা (৬৭)-কে বিয়ে করতে চলেছেন মারডক। বৃহস্পতিবারই এই কথা জানিয়েছেন তিনি নিজে। জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার ভিনইয়ার্ডে এই বিয়ের অনুষ্ঠান হতে চলেছে।
প্রসঙ্গত, সংবাদমাধ্যমের প্রবাদপ্রতীম ব্যক্তি রুপার্ট মারডকের ব্যক্তিগত জীবনও বরাবরই খবরের শিরোনামে থেকেছে। ব্যক্তিগত জীবনের ওঠাপড়া ট্যাবলয়েডে জায়গা করে নিয়েছে বারবার। গত বছরই ডেন্টিস্ট তথা রেডিয়ো সঞ্চালক অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদান ঘোষণা করেছিলেন রুপার্ট মারডক। কিন্তু এক মাস হওয়ার আগেই সেই বাগদান ভেঙে যায়। এবার প্রেমিকা ইলিনাকে সরাসরি বিয়ে করতে চলেছেন মারডক।
ইলিনা জ়ুকোভা রাশিয়ার নাগরিক হলেও, পরবর্তী সময়ে তিনি আমেরিকায় চলে আসেন। অবসরপ্রাপ্ত মলিকিউলার বায়োলজিস্ট তিনি। তাঁর কন্যা দাশা জুকোভা একজন উদ্যোগপতি।
রুপার্ট মারডকের ছয় সন্তান রয়েছে। তার প্রথম স্ত্রী ছিলেন প্যাট্রিসিয়া বুকার। তিনি অস্ট্রেলিয়ার একটি এয়ারলাইন্সের বিমানসেবিকা ছিলেন। ১৯৬০-র দশকে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপরে অ্যানা টোরি নামক একজন সাংবাদিককে বিয়ে করেন রুপার্ট মারডক। ৩০ বছর সংসার করার পর ১৯৯৯ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ওয়েন্ডি ডেঙ্গ-কে বিয়ে করেন এরপর। ২০১৩ সালে তৃতীয় স্ত্রীকেও ডিভোর্স দেন মারডক। শেষ বিয়ে ছিল মডেল জেরি হলের সঙ্গে।
ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ, টাইমস নেটওয়ার্কের মতো একাধিক সংবাদ প্রতিষ্ঠান তৈরি করেছেন রুপার্ট মারডক। গত নভেম্বরেই তিনি ছেলে লাচলানের হাতে যাবতীয় দায়িত্বভার তুলে দেন। ফোর্বসের তথ্য অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি ডলার।