Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wagner Chief: পুতিনের শত্রুদের নির্মূল করতে ‘এক্সপার্ট’, প্রিগোজ়িনের মৃত্যুর পরই ওয়াগনার বাহিনীর নতুন প্রধান নিয়োগ করল মস্কো

Yevgeny Prigozhin: গত জুলাইয়ে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় আফ্রিকান নেতাদের সঙ্গে দেখা করেছিলেন অ্যাভেরিয়ানভ। ওই সম্মেলনেই পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিনকে প্রথমবার জনসমক্ষে আসতে দেখা যায়।

Wagner Chief: পুতিনের শত্রুদের নির্মূল করতে 'এক্সপার্ট', প্রিগোজ়িনের মৃত্যুর পরই ওয়াগনার বাহিনীর নতুন প্রধান নিয়োগ করল মস্কো
প্রিগোজিনের মৃত্যুর পর নতুন প্রধান পেল ওয়াগনার গ্রুপ।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 10:03 AM

মস্কো: একসময়ের ঘনিষ্ঠ বন্ধুই শত্রুতে পরিণত হয়েছিল। তবে কয়েক মাসেই সেই শত্রু সরে গেল পথ থেকে। গত সপ্তাহেই রাশিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওয়াগনার গ্রুপের (Wagner Group) প্রধান ইয়েভগেনি প্রিগোজ়িনের (Yevgeny Prigozhin)। অনেকের অনুমান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)-ই সরিয়ে ফেলেছেন পথের কাটা প্রিগোজ়িনকে। ওয়াগনার গ্রুপের প্রধানের মৃত্যুর এক সপ্তাহ কাটতে না কাটতেই সামনে এল ওয়াগনার গ্রুপের নতুন প্রধানের নাম। জানা গেল, এবার থেকে রাশিয়ার ভাড়াটে সৈন্য়বাহিনীর নেতৃত্ব দিতে চলেছেন জেনারেল আন্দ্রে আভেরিয়ানভ (Andrey Averyanov)। রাশিয়ার গোয়েন্দা বাহিনীর প্রধান তিনি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পরই  জেনারেল আন্দ্রে আভেরিয়ানভকে ওয়াগনার বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য নিয়োগ করেছে মস্কো। কুখ্যাত এই গোয়েন্দা প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমস্ত শত্রুদের পথ থেকে সরিয়ে ফেলার জন্যই পরিচিত।  ওয়াগনার গ্রুপের আফ্রিকা অভিযান  পরিচালনার দায়িত্বও দেওয়া হবে জেনারেল আন্দ্রে আভেরিয়ানভ-কে।

জানা গিয়েছে, গত জুলাইয়ে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় আফ্রিকান নেতাদের সঙ্গে দেখা করেছিলেন অ্যাভেরিয়ানভ। ওই সম্মেলনেই পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিনকে প্রথমবার জনসমক্ষে আসতে দেখা যায়। অ্যাভেরিয়ানভ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে একাধিক অভিযান, হত্যালীলা চালিয়েছেন।  ২০১৮ সালের মার্চ মাসে সালিসবেরি বিষকাণ্ডের নেতৃত্বেও এই রুশ গোয়েন্দা প্রধানই ছিলেন।

প্রিগোজ়িনের মৃত্য়ুর পর ওয়াগনার গ্রুপের কোনও শীর্ষ নেতাই বেঁচে নেই। গত সপ্তাহের বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের সঙ্গেই প্রাণ হারিয়েছেন ওয়াগনার গ্রুপের সেকেন্ড-ইন কম্যান্ড দিমিত্রি উতকিন ও অসামরিক প্রধান ভ্যালেরি চেকালভ। প্রিগোজিনের আদৌ মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে প্রাথমিকভাবে ধোঁয়াশা থাকলেও, চলতি সপ্তাহেই রাশিয়ার তরফে জানানো হয়, মৃতদেহগুলির ডিএনএ পরীক্ষা করা হয়েছে এবং তাতেই প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে কী কারণে বিমান দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনও জানা যায়নি। সম্প্রতিই আমেরিকার তরফে বলা হয়েছিল, প্রিগোজিনের মৃত্যুর পিছনে প্রেসিডেন্ট পুতিনেরই হাত রয়েছে। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।