Stampede: বর্ষবরণ উদযাপন করতে গিয়ে উগান্ডায় পদপিষ্টে মৃত ৯

করোনা-বিধির জেরে গত তিনবছর পূর্ব আফ্রিকার দেশগুলিতে সেভাবে বর্ষবরণ উদযাপন হয়নি। তিনবছর পর এবারেই প্রথম বিধি-নিষেধ ছাড়া উল্লসিতভাবে ২০২৩ বর্ষবরণ উদযাপন করে পূর্ব আফ্রিকার দেশগুলি।

Stampede: বর্ষবরণ উদযাপন করতে গিয়ে উগান্ডায় পদপিষ্টে মৃত ৯
উগান্ডার মলে পদপিষ্টে মৃত ৯। ছবি সৌজন্য: ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2023 | 7:31 PM

কামপালা: বর্ষবরণের আনন্দ মিলিয়ে গেল বিষাদে! বর্ষবরণ উদযাপনে আতসবাজির বাহার দেখতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৯ জনের। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উগান্ডার রাজধানী কামপালা শহরের এক শপিংমলে। বর্ষবরণের রাতের এই ঘটনার খবরটি নিশ্চিত করেছে কামপালা পুলিশ।

কামপালা পুলিশের মুখপাত্র জানান, বর্ষবরণ উপলক্ষ্যে কামপালার ফ্রিডম সিটি শপিংমলের বাইরে আতসবাজি পোড়ানো হচ্ছিল। সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। ঘটনার পরই আপৎকালীন উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে বেশ কয়েকজন নাবালকও রয়েছে বলে কামপালা পুলিশের মুখপাত্র জানিয়েছেন। এই ঘটনার জন্য অত্যধিক ভিড়ের পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন তিনি।

প্রসঙ্গত, করোনা-বিধির জেরে গত তিনবছর পূর্ব আফ্রিকার দেশগুলিতে সেভাবে বর্ষবরণ উদযাপন হয়নি। তিনবছর পর এবারেই প্রথম বিধি-নিষেধ ছাড়া উল্লসিতভাবে ২০২৩ বর্ষবরণ উদযাপন করে পূর্ব আফ্রিকার দেশগুলি। তাই বর্ষবরণের রাতে বিশেষ আতসবাজি উৎসবের আয়োজন করেছিল কামপালার ফ্রিডম সিটি শপিংমলটি। স্বাভাবিকভাবেই, কৌতূহলী জনতার ভিড় জমেছিল ওই মলে। ঘড়ির কাঁটা ১২টার ঘরে পৌঁছনোর মুহূর্তে আতসবাজির রোশনাই দেখার জন্য মলের বাইরে আসতে হুড়োহুড়ি পড়ে যায় উৎসূক জনতার। তবে এত ভিড় যে হবে তা হয়তো মল কর্তৃপক্ষেরও কল্পনার বাইরে ছিল। এই হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনায় কাদের গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।