Bangla NewsWorld New York City flooded as Heavy rains overnight in the northeastern United States
New York: মেট্রোরেলের উপর দিয়েও ঝরছে জল, বানভাসী নিউ ইয়র্ক শহর! দেখুন ছবিতে ছবিতে
New York flood: শুক্রবার সারারাত ধরে হয়েছে ভারী বৃষ্টিপাত। আর তার জেরে বানভাসী আমেরিকার নিউ ইয়র্ক সিটি। রাস্তায় জলে আটকে গিয়েছে গাড়ি। ভয়াবহ অবস্থা সাবওয়েগুলির।
Follow Us:
শুক্রবার সারারাত ধরে হয়েছে ভারী বৃষ্টিপাত। আর তার জেরে বানভাসী আমেরিকার নিউ ইয়র্ক সিটি। ছবিতে ম্যানহাটন এলাকায় এফডিআর হাইওয়েতে বন্যার জলে আটকা পড়া গাড়ির সারি দেখা যাচ্ছে।
ব্রুকলিন তাঁর দোকান থেকে বন্যার জল বের করছেন এক দোকানি।
ব্রুকলিনে বন্যার জলে আটকে যাওয়া একটি ড্রেন পরিষ্কার করছেন একজন ব্যক্তি।
বন্যার জলের মধ্য দিয়েই ছাতা মাথায় চলছেন এক মহিলা।
ব্রুকলিনের ম্যাককারেন পার্কের কাছে বন্যায় প্লাবিত এক রাস্তা
ভয়াবহ অবস্থা নিউ ইয়র্কের সাবওয়েগুলির। এমনকি মেট্রো ট্রেনের উপরও ঝরঝর করে জল পড়তে দেখা গিয়েছে