Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WHO on Omicron: ডেল্টার থেকেও দ্রুত ছড়ায় ওমিক্রন, কমিয়ে দেয় ভ্যাকসিনের কার্যকারিতা; সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

World Health Organization: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৬৩ টি দেশে থাবা বসিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভীষণ দ্রুত সংক্রমণ ছড়াতে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনে।

WHO on Omicron: ডেল্টার থেকেও দ্রুত ছড়ায় ওমিক্রন, কমিয়ে দেয় ভ্যাকসিনের কার্যকারিতা; সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ওমিক্রনে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 10:46 PM

জেনেভা : করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টার থেকে অনেক বেশি সংক্রামক এবং টিকার কার্যকারিতা অনেকটা কমিয়ে দেয়। রবিবার এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে খুব একটা মারাত্মক উপসর্গ দেখা যায়নি।

উল্লেখ্য, এর আগে ভারতে সন্ধান পাওয়া করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া ওমিক্রনে যে পরিমাণে পরিবর্তন দেখা দিয়েছে, তাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। আফ্রিকার দক্ষিণ ভাগের দেশগুলির সঙ্গে একাধিক দেশ ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ওমিক্রনে লাগাম টানতে অন্তর্দেশীয় যাতায়াতের উপরেও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৬৩ টি দেশে থাবা বসিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভীষণ দ্রুত সংক্রমণ ছড়াতে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে রবিবার এক সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, “প্রাথমিক তথ্যপ্রমাণ থেকে বোঝা যায় করোনার সংক্রমণ এবং ছড়িয়ে পড়া রুখতে ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দেয় ওমিক্রন ভ্যারিয়েন্ট।” সঙ্গে আরও বলা হয়েছে, “বর্তমানে যে তথ্য পাওয়া গিয়েছে, তা অনুযায়ী ওমিক্রন সম্ভবত ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে যাবে গোষ্ঠী সংক্রমণে।”

ওমিক্রনে আক্রান্তদের শরীরে এখনও পর্যন্ত “হালকা” অসুস্থতা দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রে আবার কোনও উপসর্গই নেই আক্রান্তদের। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই ভ্যারিয়েন্টটি কতটা তীব্র হতে পারে, তার নিশ্চিত হতে এখনও আরও তথ্য প্রয়োজন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডঃ পুনম ক্ষেত্রপাল বলেছেন, “নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিললেই পরিস্থিতি শোচনীয় হবে, এমন কোনও কথা নেই। তবে এটা সঠিক যে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠবে।”

বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ও “অতি সংক্রামক” ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনায় পুনম ক্ষেত্রপাল বলেন, “প্য়ানডেমিক এখনও রয়েছে। নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, করোনা নিয়ে বিপদ এখনও কাটেনি, তা বলাই চলে।”

দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা সংক্রমণ নিয়ে তিনি বলেন, “সুরক্ষা-সচেতনতা নিয়ে অবহেলা করলে চলবে না। আমাদের কড়া নজরদারি, জনস্বাস্থ্য ও সামাজিক দূরত্বের মতো করোনাবিধিগুলি অনুসরণ করতেই হবে। একইসঙ্গে টিকাকরণের হারও দ্রুত বাড়াতে হবে।”

দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওমিক্রন ভ্য়ারিয়েন্টের প্রভাবে পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও তথ্যের প্রয়োজন বললে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর।  তিনি বলেন, “প্রাপ্ত তথ্য প্রমাণে দেখা যাচ্ছে যে অতি সংক্রামক হলেও ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় কম অসুস্থ হচ্ছেন ওমিক্রনে আক্রান্তরা। তবে এই বিষয়ে আরও তথ্য়ের প্রয়োজন।”

আরও পড়ুন : Tornedo in Kentucky: ধূলিসাৎ বাড়িঘর, ধ্বংসস্তূপের নীচ থেকে শোনা যাচ্ছে আর্তনাদ! সাড়ে চার ঘণ্টার টর্নেডোয় মৃত কমপক্ষে ৭০