Vaccine Side Effects: করোনা টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া, ক্ষতিপূরণ চাইলেন ১০ হাজার অস্ট্রেলিয়ান
corona case, Compensation, মনে করা হচ্ছে এই ক্ষতিপূরণ দিতে সরকারে মোট ৩ কোটি ৭০ লক্ষ ডলার খরচ হবে। অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ইতিমধ্যেই টিকা নেওয়ার কারণ অসুস্থ হওয়ার মোট ৭৯ হাজারটি রিপোর্ট জমা পড়েছে।
মেলবোর্ন: টিকা দিয়েও বিপাকে অস্ট্রেলিয়া সরকার (Australia Govt)! করোনা ভাইরাসকে (Corona Virus) রুখতে করোনা টিকাকরণ যে গুরুত্বপূর্ণ, তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাই ভাইরাসের প্রকোপ রোধে টিকাকরণের (Covid Vaccination) হার বাড়িয়েছিল অস্ট্রেলিয়া সরকার। এবার ভ্যাকসিন নেওয়ার সময় আঘাত বা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে দেশের নাগরিকদের ক্ষতিপূরণ দিতে হতে পারে সরকারের। অস্ট্রেলিয়ার নামী সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে ইতিমধ্যেই ক্ষতিপূরণ চেয়ে হাজার হাজার অস্ট্রেলিয় নাগরিক আবেদন জানিয়েছেন।
জানা গিয়েছে এখনও অবধি করোনা টিকার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বা নিজেদের কর্মক্ষেত্রে টাকা কাটা যাওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জানিয়েছেন অনেকে। ইতিমধ্যেই ক্ষতিপূরণ চেয়ে ১০ হাজার জন আবেদন জানিয়েছেন বলেই দাবি করেছে ওই সংবাদপত্র। আগেই সরকার জানিয়েছিল, টিকা নিয়ে অসুস্থ হলে ৫ হাজার ডলার ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
মনে করা হচ্ছে এই ক্ষতিপূরণ দিতে সরকারে মোট ৩ কোটি ৭০ লক্ষ ডলার খরচ হবে। অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ইতিমধ্যেই টিকা নেওয়ার কারণ অসুস্থ হওয়ার মোট ৭৯ হাজারটি রিপোর্ট জমা পড়েছে। করোনা টিকার ৩ কোটি ৬৮ লক্ষ ডোজ় দেওয়ার পরেই অসুস্থতার এই সংখ্যা সামনে এসেছে। পার্শ্বপ্রতিক্রিয়াগুলির (Side Effects) মধ্যে রয়েছে হাতের ব্যথা, মাথাব্যথা, জ্বর এবং ঠান্ডা লাগা ইত্যাদি। টিজিএর কাছে হৃদযন্ত্রে জ্বলন অনুভূত হওয়ার মোট ২৮৮ টি কেস এসেছে। এই সব কটি ফাইজ়ারের তৈরি করোনা টিকা নেওয়ার পর হয়েছে বলেই জানা গিয়েছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে রক্ত ১৬০ টি জমাট বেধে যাওয়ার রিপোর্ট সামনে এসেছে। টিজিএ জানিয়েছে, এখনও অবধি, কম রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে টিকা নেওয়ার পর ৯ জনের মৃত্যু হয়েছে।
সেপ্টেম্বর মাস থেকেই অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতরে করোনা টিকা নেওয়ার কারণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে নিজের নাম নথিভুক্ত করার সুযোগ রয়েছে। সরকারের তরফে বলা হয়েছিল, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে যাঁরা কমপক্ষে একদিন হাসপাতালে থেকেছেন, তাঁরা ২০ হাজার ডলার বা তাঁর কম অঙ্কের ক্ষতিপূরণ চাইলে তাঁকে উপযুক্ত তথ্য প্রমাণ জমা দিতে হবে। জানা গিয়েছে খুব দ্রুত সরকারি নির্দেশিকা জারি করে জানিয়ে দেবে, যে আবেদন করার সময় কোন কোন নথি গ্রহণযোগ্য হবে।