Iran Air Strike in Pakistan: পাকিস্তানে এয়ারস্ট্রাইক ইরানের, গুঁড়িয়ে দিল জইশ ঘাঁটি, সুর চড়াল ইসলামাবাদও

Pakistan Attack: পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইরান পাকিস্তানে এয়ারস্ট্রাইক চালিয়েছে। বালুচি গ্রুপকে নিশানা করেই এই এয়ারস্ট্রাইক চালানো হয়েছে।  মিসাইলের আঘাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন শিশু।বিনা অনুমতিতে ইরানের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ করেছে পাকিস্তান।

Iran Air Strike in Pakistan: পাকিস্তানে এয়ারস্ট্রাইক ইরানের, গুঁড়িয়ে দিল জইশ ঘাঁটি, সুর চড়াল ইসলামাবাদও
প্রতীকী চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 17, 2024 | 6:31 AM

ইসলামাবাদ: ইরাকের পর এবার ইরানের এয়ারস্ট্রাইক (Air Strike)। পাকিস্তানে (Pakistan) হামলা চালাল ইরান (Iran)। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইরান পাকিস্তানে এয়ারস্ট্রাইক চালিয়েছে। বালুচি গ্রুপকে নিশানা করেই এই এয়ারস্ট্রাইক চালানো হয়েছে।  মিসাইলের আঘাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন শিশু। বিনা অনুমতিতে ইরানের এই আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ করেছে পাকিস্তান।

মঙ্গলবার ইরানের তরফে জানানো হয়, পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে জঙ্গি গোষ্ঠী জইশ-উল-আদলের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। মিসাইল ও ড্রোনের হামলা চালিয়ে ওই দুই ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

এরপরই পাকিস্তানও সুর চড়ায়। পাক বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ইরান বিনা অনুমতিতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। হামলায় দুই নিরাপরাধ শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও তিন শিশু। পাকিস্তান এর তীব্র নিন্দা করছে।

পাকিস্তানের তরফে হামলার স্থান উল্লেখ না করা হলেও, ইরানের স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বালোচিস্তানের কুহে সবজ় এলাকায় জইশ জঙ্গিদের মূল ঘাঁটি ছিল।  সেই ঘাঁটিতেই মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।