ভরসা নেই চিনা ভ্যাকসিনে! শ্রীলঙ্কা থেকে টিকার বরাত ভারতে

শ্রীলঙ্কার (Srilanka) বনমন্ত্রী রমেশ পথিরানা জানিয়েছেন, যেহেতু রাশিয়া (Russia) কিংবা চিনের (China) প্রতিষেধকের তথ্য এখনও সম্পূর্ণ তৈরি হয়নি।

ভরসা নেই চিনা ভ্যাকসিনে! শ্রীলঙ্কা থেকে টিকার বরাত ভারতে
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 24, 2021 | 2:42 PM

কলম্বো: দ্বিতীয় পর্বের টিকাকরণে চিনের ভ্যাকসিন নাও ব্যবহার করতে পারে শ্রীলঙ্কা (Srilanka)। এমনই কথা শোনা গেল সে দেশের এক মন্ত্রীর মুখে। শ্রীলঙ্কার বনমন্ত্রী রমেশ পথিরানা জানিয়েছেন, যেহেতু রাশিয়া কিংবা চিনের প্রতিষেধকের তথ্য এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। তাই শুধুমাত্র অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধক দিয়েই দ্বিতীয় দফার টিকাকরণে এগোতে চাইছে শ্রীলঙ্কা।

পথিনারা বলেছেন, “চিনা ভ্যাকসিনের সম্পূর্ণ তৃতীয় পর্বের কাগজপত্র জমা পড়েনি।” তাই এমনটা হতে পারে যে চিনা প্রতিষেধকের পথে না হেঁটে শুধুমাত্র ভারতের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা প্রতিষেধক দিয়ে টিকাকরণ হতে পারে। ইতিমধ্যেই ভারতে এসেছে ১ কোটি ৩৫ লক্ষ করোনা প্রতিষেধকের বরাত।

মোট ১ কোটি ৩৫ লক্ষ ভ্যাকসিনের বরাতের মধ্যে ১ কোটি প্রতিষেধক সরাসরি এসেছে ভারতের কাছে। বাকি ৩৫ লক্ষ অ্যাস্ট্রাজেনেকা করোনা প্রতিষেধকের বরাত এসেছে কোভ্যাক্স প্রোগ্রামের মাধ্যমে। ভারত আগেই ‘ভ্যাকসিন মৈত্রী’র ৫ লক্ষ করোনা টিকা উপহার পাঠিয়েছিল শ্রীলঙ্কায়। সেই উপহারের জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গতাবায়া রাজাপক্ষ।

ভ্যাকসিনের বিষয়ে ভারত প্রথম থেকেই ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে হেঁটেছে। যার মাধ্যমে ভারত থেকে বিনামূল্যে করোনা টিকা পৌঁছেছে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মায়ানমার-সহ আরও একাধিক দেশে।

আরও পড়ুন: ‘জেল তো নয় যেন বাজার’, বন্দি গ্যাঙের লড়াইয়ে নিহত ৬২