Pakistan Fuel Price: পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম ৩০০ পার করল! ইতিহাসে প্রথমবার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি পাকিস্তানের মুদ্রার (পাকিস্তানি রুপি) দামও পড়েছে। মঙ্গলবার ১ ডলার সমান ছিল ৩০৪.৪ পাকিস্তানি রুপি। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৩০৫.৬ পাকিস্তানি রুপি।
ইসলামাবাদ: ইতিহাসে প্রথম বার পেট্রোল ও ডিজেলের দাম ৩০০ পার করল পাকিস্তানে। বৃহস্পতিবার পাকিস্তানের অর্থমন্ত্রী জানান, পেট্রোলের দাম ১৪.৯১ টাকা এবং হাই স্পিড ডিজেলের দাম ১৮.৪৪ টাকা বেড়েছে। এই বৃদ্ধির জেরে পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৩০৫.৩৬ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৩১১.৮৪ টাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে পাকিস্তানের সাধারণ মানুষের জীবনে সমস্যা যে বাড়াবে তা আৎ বলার অপেক্ষা রাখে না।
গত কয়েক মাস ধরেই ভয়ঙ্কর আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তানের অর্থনীতি। গোটা দশকের মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। মুদ্রাস্ফীতির জেরে জিনিসপত্রের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে। পাক মুদ্রার দামও আন্তর্জাতিক প্রেক্ষিতে হু হু করে পড়েছে। গত কয়েক মাসে জ্বালানি তেলের দামও বেড়েছিল অনেকটাই। কিন্তু বৃহস্পতিবারের বৃদ্ধিতে তৈরি হল নতুন রেকর্ড।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি পাকিস্তানের মুদ্রার (পাকিস্তানি রুপি) দামও পড়েছে। মঙ্গলবার ১ ডলার সমান ছিল ৩০৪.৪ পাকিস্তানি রুপি। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৩০৫.৬ পাকিস্তানি রুপি। যা নতুন রেকর্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুদের হারও বাড়িয়েছে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক।
সম্প্রতি পাকিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনোয়ার হক কাকারের হাতে দেশের শাসনভার। নভেম্বরে পাকিস্তানে হবে সাধারণ নির্বাচন। তার আগে এই সরকারের হাতেই দেশ পরিচালনার ভার রয়েছে। কিন্তু পাকিস্তানে ভেঙে পড়া আর্থিক পরিস্থিতির বদল কী ভেবে হবে সেই দিশা পেতে নাকাল হতে হচ্ছে প্রশাসনকে। দেশের এই পরিস্থিতিতে সে দেশের সাধারণ মানুষও অসন্তুষ্ট।
যদিও পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম রেকর্ড গড়লেও তা ভারতের তুলনায় বেশি নয়। পাকিস্তানি মুদ্রায় ৩০০ টাকা মানে ভারতীয় মুদ্রায় তা প্রায় ৮০ টাকা। অর্থাৎ ভারতে জ্বালানি তেলের দাম পাকিস্তানের থেকে বেশি। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন কর এবং আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের জেরেই ভারতে তেলের দাম প্রতিবেশী দেশগুলির থেকে বেশি।