PM Modi in Paris: প্যারিসের রাস্তায় মোদী ম্যাজিক, নমোর ক্যারিশ্মায় বিভোর প্রবাসীরা
Narendra Modi in Paris: বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে একাধিকবার জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। আর এবার প্যারিসের রাস্তায় আরও একবার সেই ঝলক দেখা গেল।
প্যারিস: দু’দিনের সফরে ফ্রান্সে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার প্যারিসের রাস্তাতেও দেখা গেল মোদী ঝড়। তাঁকে এক ঝলক সামনা সামনি দেখার জন্য প্যারিসের রাস্তায় উপচে পড়ল ভিড়। নমোকে স্বাগত জানাতে তেরঙ্গা হাতে ভিড় জমালেন প্রবাসী ভারতীয়রা। কখনও উঠল ‘বন্দেমাতরম’, ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি, কখনও আবার ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ রব। প্রধানমন্ত্রী নমোও নিরাশ করলেন না তাঁদের। এগিয়ে গিয়ে প্রত্যেকের সঙ্গে হাত জোড় করে শুভেচ্ছা বিনিময় করলেন। হাসিমুখে তাঁদের সংবর্ধনা গ্রহণ করলেন। বৃহস্পতিবার এমনই এক দৃশ্য ধরা পড়ল প্যারিসের এক হোটেলের সামনে রাস্তায়। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে একাধিকবার জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। আর এবার প্যারিসের রাস্তায় আরও একবার সেই ঝলক দেখা গেল।
#WatchNow: প্যারিসের রাস্তায় মোদী-ঝড়। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করলেন নমো। চলল হাসি-ঠাট্টাও। প্রসঙ্গত, দু’দিনের সফরে ফ্রান্সে ভারতের প্রধানমন্ত্রী।
WATCH LIVE: https://t.co/gXqO63jjzL@narendramodi | #france pic.twitter.com/6qNd78boeS
— TV9 Bangla (@Tv9_Bangla) July 13, 2023
প্রধানমন্ত্রীকে দেখার জন্য আজ প্যারিসের রাস্তায় ভিড় জমিয়েছিল আট থেকে আশি সকলেই। প্রবাসী ভারতীয় মহিলা-পুরুষ সকলেই এসেছিলেন। ভিড়ের মধ্যে ছিল খুদে বাচ্চারাও। কারও সঙ্গে হাতজোড় করে সংবর্ধনা বিনিময় করলেন নমো, কারও আবার কাঁধে রাখলেন ভরসার হাত। ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত রেখে আশীর্বাদও করলেন। এমনও এক বর্ণময় দৃশ্য দেখা গেল প্যারিসের হোটেলের সামনে। প্রধানমন্ত্রীকে রোজ রোজ কি এত কাছে পাওয়া যায়! তাই এই বিশেষ মুহূর্তটিকে মোবাইলে বন্দি করে রাখার চেষ্টাও দেখা গেল।
মোদীকে সামনে পেয়ে কৌতূহল সামলাতে না পেরে প্রশ্নও করে ফেললেন একজন। প্রধানমন্ত্রী কীভাবে প্রতিদিন ২০ ঘণ্টা করে কাজ করেন? তার রহস্য জানতে চাইলেন এক প্রবাসী যুবক। প্রশ্ন শুনে হেসে তাঁর কাঁধে হাত চাপড়ে দিলেন নমো। উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্যারিস বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন। বিমানবন্দরে অবতরণের পর টুইটারে সেই ছবি পোস্ট করেছেন নমো। ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কে আগামী দিনে আরও গতি আসবে বলেও আশাবাদী তিনি।