PM Narendra Modi: ‘মোদীর গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি’, বিদেশের মঞ্চেও তৃতীয়বার ক্ষমতায় ফেরার বার্তা প্রধানমন্ত্রীর
India-UAE Relation: প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমি এখানে আমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মাটির গন্ধ নিয়ে এসেছি যেখানে আপনারা জন্মগ্রহণ করেছিলেন। একইসঙ্গে ১৪০ কোটি ভারতীয়দের বার্তাও এনেছি। সেই বার্তাটি হল-ভারত আপনাদের উপর গর্বিত।"
আবু ধাবি: একেই বলে ‘এক ঢিলে দুই পাখি মারা’। বিদেশের মঞ্চে দাঁড়িয়ে একদিকে যেমন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী, তেমনই আবার তৃতীয়বার ক্ষমতায় ফেরার আত্মবিশ্বাসও জাহির করলেন। দুইদিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার সেখানেই “আহলান মোদী” নামক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে মজবুত সম্পর্কের প্রশংসা করেন। তৃতীয়বার ক্ষমতায় ফিরে এসে এই সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেন তিনি।
দুই দফায় প্রধানমন্ত্রী হয়ে মোট সাতবার সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্য প্রাচ্যের সঙ্গে মজবুত সম্পর্ক করার জন্য তিনি প্রবাসী ভারতীয়দেরই ধন্যবাদ। প্রধানমন্ত্রী মোদী বলেন, “প্রতিবারই মোদী গ্যারান্টি কাজ করবে। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি।”
তিনি বলেন, “ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে বন্ধুত্বকে প্রশংসা করার সময় এটা। এই ঐতিহাসিক স্টেডিয়ামে সকলের মনে একটাই অনুভূতি কাজ করছে। ভারত-সংযুক্ত আরব আমিরশাহির বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।”
दुनियाभर में भारतवंशियों की मदद के लिए हमारी सरकार हर पल मुस्तैद है। pic.twitter.com/nWZX0JzCPe
— Narendra Modi (@narendramodi) February 13, 2024
প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি এখানে আমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মাটির গন্ধ নিয়ে এসেছি যেখানে আপনারা জন্মগ্রহণ করেছিলেন। একইসঙ্গে ১৪০ কোটি ভারতীয়দের বার্তাও এনেছি। সেই বার্তাটি হল-ভারত আপনাদের উপর গর্বিত।”
প্রথমবার সংযুক্ত আরব আমিরশাহি আসার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নমো বলেন, “তিন দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহি সফর ছিল। কূটনীতির জগত তখন আমার কাছে নতুন ও অচেনা ছিল। সেই সময় আমায় বিমানবন্দরে স্বাগত জনাতে এসেছিলেন তৎকালীন ক্রাউন প্রিন্স। উপস্থিত ছিলেন আজকের প্রেসিডেন্ট ও তাঁর পাঁচ ভাইও। ওঁদের চোখে যে সৌজন্য ও ঔজ্বল্য দেখেছিলাম, তা আমি কখনও ভুলব না। ওই অভ্যর্থনা শুধু আমার জন্য ছিল না, ১৪০ কোটি ভারতীয়ের জন্য ছিল।”
Incredibly honoured by the warm welcome from the Indian Community in Abu Dhabi today. The vibrancy of our diaspora never ceases to amaze me. pic.twitter.com/yqQRRoEAEu
— Narendra Modi (@narendramodi) February 13, 2024
মঙ্গলবার বাপস হিন্দু মন্দির উদ্বোধনের পাশাপাশি আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাদাভাবে দেখা করেন এবং কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লেখেন, “আবু ধাবিতে ভারতীয় মণ্ডলীর অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত।”
Today, the world sees India as a global friend.
Today, India’s voice is heard on every major platform of the world. pic.twitter.com/8zy3lfGTO4
— PMO India (@PMOIndia) February 13, 2024
সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আলি নাহানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Had an excellent meeting with my brother HH @MohamedBinZayed. India-UAE friendship is growing stronger and stronger, greatly benefitting the people of our nations. pic.twitter.com/QTdYgrMN3o
— Narendra Modi (@narendramodi) February 13, 2024