Modi-Trump: ট্রাম্প ক্ষমতায় ফেরার পরই হোয়াইট হাউস যাচ্ছেন নরেন্দ্র মোদী, সফর ফেব্রুয়ারিতেই
Modi-Trump: প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন সপরিবারে ভারতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর আবারও বললেন, 'ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল।'
![Modi-Trump: ট্রাম্প ক্ষমতায় ফেরার পরই হোয়াইট হাউস যাচ্ছেন নরেন্দ্র মোদী, সফর ফেব্রুয়ারিতেই Modi-Trump: ট্রাম্প ক্ষমতায় ফেরার পরই হোয়াইট হাউস যাচ্ছেন নরেন্দ্র মোদী, সফর ফেব্রুয়ারিতেই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Large-image-Modi-trump.jpg?w=1280)
ওয়াশিংটন: দ্বিতীয়বার মসনদে বসার পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবারই ফোনে দীর্ঘক্ষণ কথোপকথন হয় তাঁদের। জানা গিয়েছে, ফোন করে ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কথোপকথনের পর এক্স মাধ্যমে মোদী জানান, আগামিদিনে একসঙ্গে কাজ করার শপথ নিয়েছেন তাঁরা। অন্যদিকে, ট্রাম্প জানালেন, তাঁর সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন মোদী।
সোমবার কথোপকথনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, হোয়াইট হাউস যাবেন মোদী। সম্ভবত ফেব্রুয়ারিতেই তাঁদের সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন ট্রাম্প। মোদীর সঙ্গে কথোপকথন প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে। মোদী আগামী মাসে হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের খুবই ভাল সম্পর্ক।”
প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন ভারতেই শেষ বিদেশ সফর করেছিলেন ট্রাম্প। ভারতে ও আমেরিকায় যৌথ সভাও করেছেন মোদী ও ট্রাম্প। ২০১৯ সালের সেপ্টেম্বরে আমেরিকার হাউসটনে ট্রাম্পের সভায় যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদেও একসঙ্গে সভা করেন তাঁরা।
উল্লেখ্য, ট্রাম্পের জয়ের পর নরেন্দ্র মোদী হলেন তৃতীয় রাষ্ট্রনেতা যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন। সোমবারের কথোপকথন প্রসঙ্গে মোদী লিখেছেন, “আমার প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলে খুব আনন্দিত হলাম। দুই দেশ ও বিশ্বজুড়ে মানুষের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)