পোপের মনেও করোনাভীতি, আগামী সপ্তাহেই নিতে পারেন টিকা
পোপের দীর্ঘদিনের চিকিৎসক ফ্রাব্রিজিও সোকোর্সি সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপরই করোনা সংক্রমণ ও তা রুখতে প্রতিষেধক আনানোর কাজে তৎপর হয়ে উঠেছে ভ্যাটিকান।
ভ্যাটিকান সিটি: সাধারণের মনে ভয় কাটাতে করোনা টিকা (COVID-19 Vaccine) নেবেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। শনিবার একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে দিতে গিয়ে তিনি জানান, আগামী সপ্তাহেই তিনি ভ্যাকসিন নেওয়ার পরিকল্পনা করছেন। বাকিরাও যাতে শীঘ্রই ভ্যাকসিন নেন, সেই আবেদনও জানান তিনি।
করোনা সংক্রমণ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে পোপ বলেন, “আমার মনে হয় সকলেরই এই ভ্যাকসিন নেওয়া উচিত। এটাই একমাত্র সঠিক উপায় কারণ আমরা কেবল নিজের জীবন নিয়েই জুয়া খেলছি না, আশেপাশের বাকিদের জীবন নিয়েও খেলা হচ্ছে।”
৪৫০জন বাসিন্দা নিয়ে বিশ্বের ক্ষুদ্রতম শহরের প্রধান পোপ ফ্রান্সিস জানান, আগামী কয়েকদিনের মধ্যেই করোনা টিকাকরণ শুরু করা হবে। তিনি বলেন, “ভ্যাটিকানে শীঘ্রই টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হবে। টিকা নেওয়ার জন্য আমি নিজেও নাম লিখিয়েছি।”
আরও পড়ুন: এক সেকেন্ডেই বিদ্যুৎ পরিষেবা শূন্যে, অন্ধকারে ডুবল পাকিস্তান
উল্লেখ্য, আর্জেন্টিনায় থাকাকালীন যৌবনকালেই ফুসফুসের একটি রোগে আক্রান্ত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। প্রাণ বাঁচাতে তাঁর ফুসফুসের একটি অংশ বাদ দিয়ে দেওয়া হয়। ফলে ৮৪ বছর বয়সী পোপের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি।
করোনা প্রতিরোধে ইতিমধ্যেই বাজারে বেশ অনেকগুলি ভ্যাকসিন উপলব্ধ। কোন ভ্যাকসিনটি ভ্যাটিকানবাসীদের জন্য বেছে নেওয়া হবে, সেই বিষয়ে পোপ কিছু না জানালেও সূত্র অনুযায়ী, অতিরিক্ত শীতল ক্ষমতাসম্পন্ন রেফ্রিজেরেটর আনানো হয়েছে। সেই অনুযায়ী, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনটির নামই সামনে উঠে আসছে। কারণ এই ভ্যাকসিন ঋণাত্বক তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।
অন্যদিকে, পোপের দীর্ঘদিনের চিকিৎসক ফ্রাব্রিজিও সোকোর্সি সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপরই করোনা সংক্রমণ ও তা রুখতে প্রতিষেধক আনানোর কাজে তৎপর হয়ে উঠেছে ভ্যাটিকান।
আরও পড়ুন: সমুদ্র থেকে ভেসে এল দেহাংশ, তবে কি সমুদ্রগর্ভেই তলাল ইন্দোনেশিয়ার বিমান