Quarantine: নাক দিয়ে হঠাৎ রক্তপাত, অজানা ভাইরাসে তিন জনের মৃত্যু, কোয়ারেন্টাইনে গোটা শহর
Quarantine: অজানা ভাইরাসের আক্রমণে তিনজনের মৃত্যু আফ্রিকার একটি দেশে। হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নাক দিয়ে শুরু হয়েছে রক্তপাত।
বুরুন্ডি: এক অজানা ভাইরাসের আক্রমণে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে আফ্রিকার উপমহাদেশের বুরুন্ডি দেশের একটি শহর। এ দেশের বাজ়িরো শহরে হানা দিয়েছে একটি অজানা ভাইরাস। আচমকাই নাক থেকে রক্তপাত হতে দেখা গিয়েছে এই ভাইরাসে আক্রান্তদের। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। তবে এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে জ্বর, মাথাব্যথা, মাথা ঘোরা ও বমির মতো লক্ষণ দেখা যাচ্ছে। কোনও অজানা পোকা থেকেই এই সংক্রমণ দেখা যাচ্ছে। তবে সেখানকার প্রশাসন এই সংক্রমণ রোখার চেষ্টা করছে। সংক্রমণ রুখতে এখন থেকেই কোয়ারেন্টাইনের পথ অবলম্বন করেছে প্রশাসন। সে দেশের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা দেশ থেকে ইবোলা ও মার্বার্গ দূর করতে সচেষ্ট হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের লক্ষণ নিয়ে সম্প্রতি দু’জন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আসেন। তারপরই প্রশাসনের তরফে বাজ়িরো এলাকায় কোয়ারেন্টাইন বিধি চালু করা হয়েছে। কোভিড সংক্রমণের থেকেও এই ভাইরাসের সংক্রমণ ভয়াবহ বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে,এই সংক্রমণে খুব তাড়াতাড়ি মৃত্যু ঘনিয়ে আসছে। মিগওয়া হেলথ সেন্টারের এক নার্স জানিয়েছেন, হাসপাতালে আসার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনজনের নাক থেকে রক্তপাত হয়। তারপরই মৃত্যু হয় তাঁদের। বুরুন্ডিয়ানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই রোগটি সংক্রামক। এদিকে এই মাসের প্রথম দিকেই তানজানিয়াতে মার্বার্গ সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেশী দেশগুলির উদ্দেশে সতর্কতা জারি করে।