Russia Bomb Shelter: চুপিচুপি সোভিয়েত যুগের পরিত্যক্ত বম্ব শেল্টার খুঁজছে রাশিয়া, কোন ছক কষছেন পুতিন?

Russia-Ukraine War: রাশিয়ার সরকারি কর্মীদের চুপিচুপি বম্ব শেল্টারগুলি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। সোভিয়েত যুগ থেকে বিভিন্ন বাড়ির বেসমেন্ট ও অন্যান্য সংরক্ষিত অঞ্চলে থাকা অব্যবহৃত বম্ব শেল্টারগুলি সারাই ও সাফাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

Russia Bomb Shelter: চুপিচুপি সোভিয়েত যুগের পরিত্যক্ত বম্ব শেল্টার খুঁজছে রাশিয়া, কোন ছক কষছেন পুতিন?
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 11:44 AM

মস্কো: প্রায় নয় মাস পার হতে চলল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের (Russia-Ukraine War)। কিন্তু যুদ্ধ থামার কোনও নাম নেই। একদিকে যেখানে ইউক্রেনের খেরসন থেকে রুশ সেনা প্রত্য়াহার শুরু হতেই যুদ্ধে রাশিয়ার পিছিয়ে পড়ার জল্পনা শুরু হয়েছে, সেখানেই এবার সামনে এল রাশিয়ার অন্দরমহলের তথ্য, যা রীতিমতো চাঞ্চল্যকর। জানা গিয়েছে, যুদ্ধে এগিয়ে থাকতে ক্রেমলিন রাশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাঙ্কার ও বম্ব শেল্টার(Bomb Shelter)-গুলি খুঁজে বের করছে। ঠাণ্ডা যুদ্ধের পর থেকে এই বম্ব শেল্টারগুলি অব্যবহৃত অবস্থাতেই পড়েছিল। সেই বাঙ্কারগুলিকেই পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা করছে রাশিয়া।

ওয়াকিবহাল মহল সূত্রে খবর, রাশিয়ার সরকারি কর্মীদের চুপিচুপি বম্ব শেল্টারগুলি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। সোভিয়েত যুগ থেকে বিভিন্ন বাড়ির বেসমেন্ট ও অন্যান্য সংরক্ষিত অঞ্চলে থাকা অব্যবহৃত বম্ব শেল্টারগুলি সারাই ও সাফাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, যুদ্ধের পরিস্থিতি যদি হঠাৎ বদল হয়, তবে সিভিল ডিফেন্স পরিকাঠামো যাতে প্রস্তুত থাকে, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতিই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণ জনগণকেও যুদ্ধে যোগ দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, তারই অংশ হিসাবে এবার বম্ব শেল্টারগুলিকেও প্রস্তুত করা হচ্ছে।

উল্লেখ্য়, প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধে বর্তমানে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে রাশিয়া। পাল্টা প্রত্যাঘাত করছে ইউক্রেনের সেনা। সম্প্রতিই খেরসন, জ়াপোরজিয়া সহ একাধিক ইউক্রেনের শহরকে রুশ সেনার দখলমুক্ত করেছে সে দেশের সেনা। এছাড়াও ক্রেমলিনের সঙ্গে রাশিয়ার সংযোগকারী ব্রিজে বিস্ফোরণের পিছনেও ইউক্রেনেরই হাত রয়েছে বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে যদি ইউক্রেন রাশিয়ার উপরে হামলা চালায়, তবে সেনাবাহিনীর সুরক্ষার জন্য এই বম্ব শেল্টারগুলি ব্যবহার করা হবে বলেই জানা গিয়েছে। যে সমস্ত বম্ব শেল্টারগুলি অন্য কোনও কাজে ব্যবহৃত হত, তাও সরকারকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার শিক্ষা দফতরের আধিকারিকরাও জানিয়েছেন, নতুন বছরের শুরু থেকে সোভিয়েত যুগে যে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হত সমস্ত নাগরিককে, তা রাশিয়ার স্কুলগুলিতে চালু করা হবে। অন্যদিকে, গত মাসেই রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশিকা পেশ করে জানানো হয় যে বম্ব শেল্টারগুলিতে নতুন করে কোনও অপারেটিং রুম চালু করা হবে না। বিগত নয় মাস ধরে যুদ্ধ চললেও ইউক্রেন এখনও অবধি রাশিয়ার সীমান্ত পার করে দেশের ভিতরে হামলা চালায়নি।