Viral Video: বাবা-প্রেমিকার চোখের সামনে রাশিয়ান যুবককে গিলে খেল হাঙর
ব্রিটেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মিশরে ঘুরতে গিয়ে হাঙরের হানায় প্রাণ হারানো ওই রাশিয়ান পর্যটকের নাম ভ্লাদিমির পোপভ। মিশরে গিয়ে প্রেমিকার সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন তিনি। সে সময়ই ঘটে বিপত্তি।
কায়রো: মিশরে ঘুরতে গিয়েছিল রাশিয়ার কয়েক জন পর্যটক। মিশরের সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হল তাঁদের। ২৩ বছরের রাশিয়ান পর্যটক সমুদ্রে নেমে সাঁতার কাটছিলেন। সে সময় ওই রাশিয়ান যুবকের সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকাও। এমন সময় তাঁদের উপর হামলা চালায় একটি হাঙর। সেই হাঙর চোখের নিমেষে গিয়ে খেয়ে নেয় ২৩ বছরের রাশিয়ার পর্যটককে। যদিও তাঁর প্রেমিকে কোনও মতে প্রাণ বাঁচিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার সময় ওই যুবকের বাবা বাবার দাঁড়িয়েছিলেন সমুদ্র সৈকতে। চোখের সামনে ছেলেকে প্রাণ হারাতে দেখেছেন তিনি। এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে শিউরে উঠছেন নেটিজেরা।
ব্রিটেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মিশরে ঘুরতে গিয়ে হাঙরের হানায় প্রাণ হারানো ওই রাশিয়ান পর্যটকের নাম ভ্লাদিমির পোপভ। মিশরে গিয়ে প্রেমিকার সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন তিনি। সে সময়ই ঘটে বিপত্তি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, সমুদ্রে স্নান করছিলেন রাশিয়ান পর্যটক। সে সময় একটি হাঙর এসে হামলা করে। সেই হামলার সময় বাবাকে ডেকেও ছিলেন পোপভ। কিন্তু নিমেষের মধ্যে তাঁকে গিলে খেয়ে নেয় হাঙর। জানা গিয়েছে, ওই হাঙরকে ধরে মেরে ফেলা হয়েছে।