Video: মাছ ধরতে গিয়ে হাত টেনে নিয়ে গেল হাঙর, দেখুন রোমহর্ষক ভিডিয়ো

Shark Attack: ফ্লোরিডা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল শার্ক অ্যাটাক ফাইল-এর তথ্য অনুসারে, গত বছর এভারগ্লেডস জাতীয় উদ্যানে মৎস্যজীবীদের হাঙরের কবলে পড়েছেন প্রায় ৫৭ জন। যার মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

Video: মাছ ধরতে গিয়ে হাত টেনে নিয়ে গেল হাঙর, দেখুন রোমহর্ষক ভিডিয়ো
বোট থেকে ব্যক্তিকে জলে টেনে নিয়ে হাঙর। ছবি সৌজন্য: টুইটার।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 2:44 PM

ফ্লোরিডা: মাছ ধরতে গিয়ে হাঙরের মুখে মৎস্যজীবী! ছোট বোটে করে দুজনের সঙ্গে জাতীয় উদ্যানের ভিতরেই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ছিপ ছেড়ে নদীর জলে হাত ধুতে গিয়েই ঘটে গেল বিপত্তি। মুহূর্তের মধ্যে একটি হাঙর (Shark) হাত ধরে নদীতে টেনে নিয়ে গেল ব্যক্তিকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার (Florida) এভারগ্লেডস জাতীয় উদ্যানে। যদিও অন্যান্য সঙ্গীদের তৎপরতায় হাঙরের মুখ থেকে ফিরে আসতে পেরেছেন ওই মৎস্যজীবী। তবে তাঁর হাতে গভীর ক্ষত হয়েছে। তাঁর আরেক সঙ্গী গোটা ঘটনাটি মোবাইলের ক্যামেরায় ভিডিয়োবন্দি করেছেন। শিহরণ জাগানো গত শুক্রবারের সেই ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

শিহরণ জাগানো ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?

দুই সঙ্গীর সঙ্গে ফ্লোরিডার এক ব্যক্তি এভারগ্লেডস জাতীয় উদ্যানের ভিতরে নদীতে বোটে করে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরতে-ধরতে ছিপ ছেড়ে তিনি নদীর জলে হাত ধুচ্ছিলেন। মুহূর্তের মধ্যে একটি হাঙর ওই ব্যক্তির হাতের কব্জি ধরে তাঁকে নদীর জলে টেনে নিয়ে যান। যদিও বোটে উপস্থিত আরেক সঙ্গী তৎপরতার সঙ্গে তাঁকে হাঙরের মুখ থেকে তাঁকে উদ্ধার করেন।

মৎস্যজীবীর হাত ধরে হাঙরের নদীতে টেনে নিয়ে যাওয়া এবং সঙ্গীর তৎপরতায় উদ্ধার হওয়ার ঘটনাটি মোবাইলে ভিডিয়ো করেছেন ওই বোটের আরেক আরোহী মাইকেল। তারপর তিনিই সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন। গোটা ঘটনায় হাঙরের কবলে পড়া মৎস্যজীবী সহ ওই বোটের ৩ আরোহীই আতঙ্কিত হয়ে পড়েন। শিহরণ জাগানো ভিডিয়োর ক্যাপশনে মাইকেন লেখেন, ‘আতঙ্কিত দিন’।

অসাবধানতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে এভারগ্লেডস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের দাবি। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে এভারগ্লেডস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, “এই পার্কে হাঙরের কামড় অত্যন্ত অস্বাভাবিক। আমরা সবসময়ই দর্শনার্থীদের পার্কের বন্যপ্রাণীর আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিই।”

যদিও ফ্লোরিডা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল শার্ক অ্যাটাক ফাইল-এর তথ্য অনুসারে, গত বছর এভারগ্লেডস জাতীয় উদ্যানে মৎস্যজীবীদের হাঙরের কবলে পড়েছেন প্রায় ৫৭ জন। যার মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।