Taliban torture: ইসলাম ধর্মকে ‘অপমান’ করার অভিযোগে বেধড়ক মার ইউটিউবারকে!

Afghanistan: সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের এক ইউটিউবার ও তাঁর সঙ্গীদের কী ভাবে মারধর করছেন তালিবরা।

Taliban torture: ইসলাম ধর্মকে 'অপমান' করার অভিযোগে বেধড়ক মার ইউটিউবারকে!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2022 | 3:50 PM

কাবুল: ২০২১ সালে আফগানিস্তানের সরকারের দখল নিয়েছে তালিবান। তার পর থেকেই নিজেদের বানানোর নিয়ম চাপিয়ে দিতে জোরজুলুম শুরু করেছে তলিবরা। সে দেশের মহিলাদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞার খাঁড়া তো নেমেইছে, বিধিনিষেধ জারি হয়েছে ইউটিউবার, ফ্যাশন জগতের সঙ্গে জড়িত এবং শিল্পীদের উপরেও। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের এক ইউটিউবার ও তাঁর সঙ্গীদের কী ভাবে মারধর করছেন তালিবরা। তালিবানই মারধরের সেই ঘটনার ভিডিয়ো করেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তারা। সে দেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে এই ঘটনার।

জানা গিয়েছে, তালিবানের হাতে নিগৃহীত ইউটিউবারের নাম আজমল হাকিকি। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, আজমল ও তাঁর সঙ্গীদের লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে তালিবান। তালিবানের অভিযোগ কোরানের বিভিন্ন আয়াতের ‘অপমান’ করেছেন তাঁরা। সে জন্যই তাঁদের ‘শাস্তি’ দিয়েছে তালিবান। খাম্মা প্রেস নামের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আজমলের সহকর্মী ঘোলাম সাখি কোরানের একটি আয়াত কিছুটা ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে উচ্চারণ করছেন। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল আজমলের ইউটিউব চ্যানেল থেকে। তার পরই তাঁদের উপর নেমে আসে তালিবানি অত্যাচার।

ইউটিউবার ও তাঁর সঙ্গীদের মারধরের ভিডিয়োর পাশাপাশি অপর একটি ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে আজমল ও তাঁর সঙ্গীদের দেখা যাচ্ছে। তাঁদের হাতে পরানো রয়েছে হাতকড়া। এবং নিজেদের ‘অপরাধ’ স্বীকার করে নিচ্ছেন তাঁরা। তালিবানই এই ভিডিয়ো করতে তাঁদের বাধ্য করেছে বলে উল্লেখ করা হচ্ছে ওই প্রতিবেদনে। ওই ভিডিয়োয় তাঁরা স্বীকার করে নিচ্ছেন কোরানের আয়াতের অপমান করার কথা। ইসলাম ধর্মকে অপমান করার কথা।

এই ঘটনার পর থেকেই তালিবানের অত্যাচারের বিষয়টি ফের উঠে এসেছে আলোচনায়। সম্প্রতি আফগানিস্তানের আন্দারাব এলাকায় এক যুবককে বাড়ি থেকে বের করে এনে গুলি করে মারার অভিযোগ উঠেছে তালিবানের বিরুদ্ধে। ওই যুবককে খুন করে তাঁর দেহ ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখারও অভিযোগ রয়েছে তালিবানের বিরুদ্ধে।