Layoff: ২ মিনিটের গুগল মিটে ২০০ জন কর্মীকে ছাঁটাই করল তথ্যপ্রযুক্তি সংস্থা
আমেরিকার স্টার্ট আপ তথ্য প্রযুক্তি সংস্থা ফ্রন্টডেস্ক এই ছাঁটাই করেছে। স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক সমস্ত ধরনের কর্মীই পড়েছে সংস্থার ছাঁটাইয়ের মুখে। ফ্রন্টডেস্কের সিইও জেসে দিপ্রিন্টো গুগল কলে সমস্ত কর্মীদর সংস্থার কঠিন সময়ের কথা জানান। সংক্ষিপ্ত ভাষণ শেষেই জানিয়ে দেওয়া হয় ২০০ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত।
নিউ ইয়র্ক: গুগল মিটের মাধ্যমে ভার্চুয়াল বৈঠক ডেকেছিল একটি স্টার্ট আপ তথ্যপ্রযুক্তি সংস্থা। সেই বৈঠকে সংস্থার দুই শতাধিক কর্মীকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। অনলাইন বৈঠকের লিঙ্ক পেয়ে সময়মতো উপস্থিত হয়েছিলেন কর্মীরা। কিন্তু সেই কলে যে তাঁদের চাকরির ভবিষ্যত নির্ভর করছে তা ঘুণাক্ষরেও টের পাননি সংস্থার কর্মীরা। ৩ মিনিটের সেই গুগল কলেই কর্মীদের জানিয়ে দেওয়া হয়, আর থাকছে না তাঁদের চাকরি। ২ মিনিটের বৈঠকে ২০০ জনকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আমেরিকার স্টার্ট আপ তথ্য প্রযুক্তি সংস্থা ফ্রন্টডেস্ক এই ছাঁটাই করেছে। স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক সমস্ত ধরনের কর্মীই পড়েছে সংস্থার ছাঁটাইয়ের মুখে। ফ্রন্টডেস্কের সিইও জেসে দিপ্রিন্টো গুগল কলে সমস্ত কর্মীদর সংস্থার কঠিন সময়ের কথা জানান। সংক্ষিপ্ত ভাষণ শেষেই জানিয়ে দেওয়া হয় ২০০ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত।
২০১৭ সালে পথচলা শুরু করেছিল ওই সংস্থা। তার পর বেশ ভালই চলছিল। আমেরিকার বিভিন্ন এলাকায় অফিসও খোলে ওই তথ্য প্রযুক্তি সংস্থা। চোখধাঁধানো অফিসও ভাড়া নেয়। কিন্তু গত বছরের শেষ দিক থেকেই ভাড়া নেওয়া সেই সব অফিস নিয়ে সমস্যা তৈরি হয়। এর জেরে ওই সংস্থার অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে। সেই পরিস্থিতির মোবাকিলা করতেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত ওই সংস্থা নিয়েছে বলে জানা গিয়েছে।