বহুরূপী কোভিড, ব্রিটেনে হানা ‘অদ্ভুত’ করোনাভাইরাসের
ইয়র্কশায়র ও হাম্বারে ইতিমধ্যেই নতুন স্ট্রেনে ৪৯ জন আক্রান্ত হয়েছেন।
লন্ডন: রূপবদলু করোনা (COVID 19)। বারবার নিজের রূপ বদলাচ্ছে সে। ডিলিশন-মিউটেশনের মাধ্যমে বারবার নতুনরূপে সংক্রমণের গতি বাড়াচ্ছে মারণ ভাইরাস। ভারতে অতি সংক্রামক রূপে ছড়াচ্ছে ডবল মিউট্যান্ট স্ট্রেন। এ বার ব্রিটেনে হদিশ মিলেছে ট্রিপল মিউট্যান্ট স্ট্রেনের, যার কম্বিনেশন ‘অদ্ভুত।’ ব্রিটেনে ফের বাড়তে শুরু করেছে আর রেট। বিশেষজ্ঞদের একাংশের দাবি, নতুন স্ট্রেনই এর জন্য দায়ী হতে পারে।
ইয়র্কশায়র ও হাম্বারে ইতিমধ্যেই নতুন স্ট্রেনে ৪৯ জন আক্রান্ত হয়েছেন। তবে এ নিয়ে এখনই আতঙ্কিত হতে না বলছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই করোনার এই স্ট্রেনটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশনের’ তকমা দিয়ে গবেষণা চালাচ্ছে বরিস জনসনের সরকার। সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে যা যা করণীয় সব পদক্ষেপ করবে তারা।
ব্রিটেনের জনস্বাস্থ্য দফতরের প্রধান সাফ জানিয়েছেন, ট্রিপল মিউট্যান্ট স্ট্রেন অতি সংক্রামক, এখনও সে কথা বলার সময় আসেনি। বিবৃতি দিয়ে জনস্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনই আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। এতদিন ধরে যে বিধি সকলে পালন করছে, তা পালন করে যেতে হবে। সঠিক সময়ে মাস্ক পরা ও হাত ধোঁয়ায় জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ব্যবধান বাড়ালেই লাভ কোভিশিল্ডে, ল্যানসেটে ফল প্রকাশ গবেষণার