Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jack Dorsey: নিজের হাতে গড়েছিলেন টুইটারকে, গণছাঁটাই শুরু হতেই জ্যাক ডরসি বললেন…

Twitter Mass Layoff: জ্যাক ডরসি বলেন, "যারা টুইটারে কাজ করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ ও অনেক ভালবাসা। এই পরিস্থিতিতে বা আগামিদিনেও এই সিদ্ধান্তের জন্য আপনারা হয়তো আমার সঙ্গে সহমত হবেন না...আমি বুঝতে পারছি।"

Jack Dorsey: নিজের হাতে গড়েছিলেন টুইটারকে, গণছাঁটাই শুরু হতেই জ্যাক ডরসি বললেন...
টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 7:31 AM

সান ফ্রান্সিসকো: মালিকানা হাতদবদল হতেই পথে বসেছেন হাজার হাজার মানুষ। টুইটারে (Twitter) শুরু হয়েছে গণছাঁটাই। শুক্রবার রাতে এক ধাক্কায় টুইটারের কর্মক্ষমতা অর্ধেক করে ফেলা হয়। ইমেইলের মাধ্যমে সংস্থার অর্ধেক কর্মীকে জানানো হয়, আগামিকাল থেকে অফিসে আসার আর প্রয়োজন নেই। টুইটারের অন্দরে যখন ছাঁটাই, পরিবর্তন নিয়ে তোলপাড় চলছে, সেই সময়ই মুখ খুললেন মাইক্রোব্লগিং সাইটের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Jack Dorsey)। টুইটারেই সরাসরি তিনি ক্ষমা চাইলেন টুইটার কর্মীদের কাছে। এক ধাক্কায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। মাইক্রোব্লগিং সাইট টুইটারকে অত্যাধিক তাড়াতাড়িই বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েও আক্ষেপ প্রকাশ করেন জ্যাক ডরসি।

শুক্রবার রাত থেকে টুইটার সংস্থায় গণছাঁটাই শুরু হয়েছে। মোট সাড়ে সাত হাজার কর্মীর অর্ধেক সংখ্যককেই চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে। একটা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের আর অফিসে আসার দরকার নেই। ইলন মাস্কের এই সিদ্ধান্তের পরই নিন্দার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে মুখ বুজে থাকতে পারলেন না টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তিনি বলেন, “টুইটারের পুরাতন ও নতুন কর্মীরা শক্তিশালী ও প্রাণোচ্ছল। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তারা সবসময় ঠিক রাস্তা খুঁজে বের নেন। আমি বুঝতে পারছি অনেকে আমার উপরে রেগে আছেন। আজ সকলে যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, তার জন্য আমি দায়স্বীকার করে নিচ্ছি। আমি খুব দ্রুত সংস্থার আকার বৃদ্ধি করেছিলাম। এর জন্য আমি ক্ষমা চাইছি।”

তিনি আরও বলেন, “যারা টুইটারে কাজ করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ ও অনেক ভালবাসা। এই পরিস্থিতিতে বা আগামিদিনেও এই সিদ্ধান্তের জন্য আপনারা হয়তো আমার সঙ্গে সহমত হবেন না…আমি বুঝতে পারছি।”

টুইটারের মালিকানা ইলন মাস্কের হাতে তুলে দিলেও, জ্যাক ডরসি এখনও টুইটারের শেয়ারগ্রহীতা। বর্তমানে তিনি নিজের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ‘ব্লুস্কাই’ নিয়েই ব্যস্ত।