Russia Ukraine War : ইউক্রেনের পাশেই ব্রিটেন, অস্ত্র পাঠানোর আশ্বাস বরিসের
Ukraine Russia Conflict : ইউক্রেনে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে থাকার বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। রাশিয়ার সেনাকে প্রতিহত করতে পাঠাবেন অস্ত্রও।
লন্ডন : এতদিন সীমান্তে বাড়ছিল উত্তেজনা। পশ্চিমের দেশগুলির আশঙ্কা ছিল যেকোনও মুহূর্তে ইউক্রেনের উপর হামলা করতে পারে পুতিন। অন্তত ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পরই এই সম্ভাবনা আরও প্রবল হয়। আমেরিকা আগেই বারংবার হুঁশিয়ারি দিয়েছে যে ইউক্রেন দখলের জন্য প্রস্তুত রাশিয়া। সেইসব আশঙ্কাকে সত্যি করে ইউক্রেন-রাশিয়ার মধ্যে রণডঙ্কা বেজে উঠল। বৃহস্পতিবার সকালে যুদ্ধের ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন ইউক্রেনে মিলিটারি অপারেশন চালানো হবে। তারপরই শুরু হয় রাশিয়ার সেনার অভিযান। মিসাইল হামলা হয়। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেন। রাশিয়ার হামলাও অন্ততপক্ষে ৩৫০ জন ইউক্রেনীয় মারা গিয়েছেন। এহেন পরিস্থিতিতে শান্তি রক্ষার দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে আন্তর্জাতিক মহল। রাশিয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি চিন,পাকিস্তান,কিউবা, আর্মেনিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং বেলারুশ। এদিকে ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় প্রথম থেকে সরব হয়েছে আমেরিকা, ব্রিটেন এবং ন্যাটোর অন্যান্য ইউরোপীয় দেশগুলি। তবে ভারত প্রথম থেকেই নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এই যুদ্ধের পরিস্থিতে ইউক্রেনের পাশে রয়েছে ব্রিটেন, সেই বার্তা দিয়েছেন ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
রাশিয়-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের পাশেই আছে ব্রিটেন। ইউরোপে ব্রিটেনই প্রথম রাষ্ট্র যারা রাশিয়ার সৈন্যবাহিনীকে প্রতিহত করতে অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে। বরিস জনসন বলেছেন, “ব্রিটেন ইউক্রেনের দিক থেকে মুখ সরিয়ে নেবে না এবং নিতে পারবে না।” তিনি বলেছিন, “রুশ প্রেসিডেন্ট কোনওরকম উস্কানি বা যুক্তি ছাড়াই একটি বন্ধুত্বপূর্ণ দেশের সম্পূর্ণ নিরপরাধ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন।” তিনি বলেছেন, “আমাদের সবচেয়ে খারাপ ভয় এখন সত্য হয়েছে, এবং আমাদের সমস্ত সতর্কতা দুঃখজনকভাবে সঠিক প্রমাণিত হয়েছে।” ইউক্রেনের দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়ে বরিস জনসন বলেছেন, “এই পূর্ব ইউরোপের দেশটি দশক ধরে স্বাধীনতা, গণতন্ত্র উপভোগ করেছে। ” তিনি আরও বলেছেন, “আমরা এবং গোটা বিশ্ব এটা হতে দিতে পারি না যে স্বাধীনতাকে এইভাবে ছিনিয়ে নেওয়া হবে।”
ব্রিটেনের জনগণের উদ্দেশে বক্তৃতা রাখার সময় বরিস আরও বলেছেন, “আজ আমাদের মিত্রদের সঙ্গে সম্মতিতে আমরা রাশিয়ার অর্থনীতিকে বাধাপ্রাপ্ত করার জন্য সময়ে পরিকল্পিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার একটি বিশাল প্যাকেজে সম্মত হব। এবং সেই লক্ষ্যে আমাদের অবশ্যই সম্মিলিতভাবে রাশিয়ার তেল এবং গ্যাসের উপর নির্ভরতা বন্ধ করতে হবে যা দীর্ঘকাল ধরে পুতিনকে পশ্চিমের রাজনীতিতে দখল রাখতে সাহায্য করেছে।”
আরও পড়ুন : Russia Ukraine Conflict: রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা নরেন্দ্র মোদীর, ভারতীয় নাগরিকদের নিয়েও উদ্বেগ প্রকাশ