Ukraine Situation: পথেঘাটে জ্বলছে আগুন, সাইরেনের শব্দেও নতুন ভোরের আশায় বুক বাঁধছেন ইউক্রেনবাসী

Russia-Ukraine Conflict: যুদ্ধ লেগেছে, রক্ত ঝরছে প্রতিনিয়ত। লাগাতার বোমা বিস্ফোরণ, গুলি চালনা থেকে রক্ষা পেতে ঘরছাড়া হয়েছেন ইউক্রেনের হাজার হাজার মানুষ।

| Edited By: | Updated on: Feb 27, 2022 | 2:36 PM
যুদ্ধ লেগেছে, রক্ত ঝরছে প্রতিনিয়ত। তবে খুদেদের সেই সবদিকে কোনও খেয়াল নেই। তারা নিজেদের মতো খেলাতেই ব্যস্ত। এমনই চিত্র ধরা পড়ল একটি বম্ব শেল্টারে। বড়রা যেখানে ভয়ে-আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে, সেখানেই নিজেদের মধ্যে খেলা নিয়ে ব্যস্ত দুই শিশু। ছবি: টুইটার

যুদ্ধ লেগেছে, রক্ত ঝরছে প্রতিনিয়ত। তবে খুদেদের সেই সবদিকে কোনও খেয়াল নেই। তারা নিজেদের মতো খেলাতেই ব্যস্ত। এমনই চিত্র ধরা পড়ল একটি বম্ব শেল্টারে। বড়রা যেখানে ভয়ে-আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে, সেখানেই নিজেদের মধ্যে খেলা নিয়ে ব্যস্ত দুই শিশু। ছবি: টুইটার

1 / 7
লাগাতার বোমা বিস্ফোরণ, গুলি চালনা থেকে রক্ষা পেতে ঘরছাড়া হতে হয়েছে ইউক্রেনের হাজার হাজার মানুষকে। আশ্রয় নিয়েছেন বিভিন্ন মেট্রো স্টেশন, বাঙ্কারে। ঘরছাড়া হলেও সঙ্গে নিয়ে আসতে ভোলেননি প্রিয় পোষ্যদের। কঠিন সময়েও তাই একই বিছানায় রাত কাটাচ্ছেন মালিক ও পোষ্য। ছবি: টুইটার

লাগাতার বোমা বিস্ফোরণ, গুলি চালনা থেকে রক্ষা পেতে ঘরছাড়া হতে হয়েছে ইউক্রেনের হাজার হাজার মানুষকে। আশ্রয় নিয়েছেন বিভিন্ন মেট্রো স্টেশন, বাঙ্কারে। ঘরছাড়া হলেও সঙ্গে নিয়ে আসতে ভোলেননি প্রিয় পোষ্যদের। কঠিন সময়েও তাই একই বিছানায় রাত কাটাচ্ছেন মালিক ও পোষ্য। ছবি: টুইটার

2 / 7
 রাশিয়ার আক্রমণের পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেন। শুধু সেনাবাহিনীই নয়, সাধারণ মানুষও যুদ্ধে সামিল হয়েছে। শনিবার কিয়েভের রাস্তায় রাশিয়ান ট্যাঙ্কারকে রুখতে রাস্তায় ব্যারিকেড, পেট্রোল বোমা ছুঁড়তে দেখা যায় স্থানীয়দের। ছবি: টুইটার

রাশিয়ার আক্রমণের পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেন। শুধু সেনাবাহিনীই নয়, সাধারণ মানুষও যুদ্ধে সামিল হয়েছে। শনিবার কিয়েভের রাস্তায় রাশিয়ান ট্যাঙ্কারকে রুখতে রাস্তায় ব্যারিকেড, পেট্রোল বোমা ছুঁড়তে দেখা যায় স্থানীয়দের। ছবি: টুইটার

3 / 7
প্যান্টের সঙ্গে ঝুলছে বন্দুক। এক হাতে অ্যাকোয়ারিয়ামে মাছ, অন্য হাতে খাঁচায় রয়েছে পোষ্য বিড়াল। যুদ্ধ পরিস্থিতিতে অতি সাধারণ মানুষও কীভাবে সাহসী হয়ে উঠতে পারেন, তার জ্বলন্ত উদাহরণ ইউক্রেনই।  ছবি: টুইটার

প্যান্টের সঙ্গে ঝুলছে বন্দুক। এক হাতে অ্যাকোয়ারিয়ামে মাছ, অন্য হাতে খাঁচায় রয়েছে পোষ্য বিড়াল। যুদ্ধ পরিস্থিতিতে অতি সাধারণ মানুষও কীভাবে সাহসী হয়ে উঠতে পারেন, তার জ্বলন্ত উদাহরণ ইউক্রেনই। ছবি: টুইটার

4 / 7
যেই বয়সে খেলনা বন্দুক নিয়ে খেলাধুলো করার কথা, সেই বয়সেই গোলাগুলি চলতে দেখছে ইউক্রেনের খুদেরা। হাতে এখনও খেলনা ধরা থাকলেও, তারাও বুঝছে স্বাধীনতা ও দেশপ্রেমের গুরুত্ব।  ছবি: টুইটার

যেই বয়সে খেলনা বন্দুক নিয়ে খেলাধুলো করার কথা, সেই বয়সেই গোলাগুলি চলতে দেখছে ইউক্রেনের খুদেরা। হাতে এখনও খেলনা ধরা থাকলেও, তারাও বুঝছে স্বাধীনতা ও দেশপ্রেমের গুরুত্ব। ছবি: টুইটার

5 / 7
রক্ত ঝরছে ইউক্রেনে, সেই কষ্ট বুঝতে পারছেন রাশিয়ার সাধারণ মানুষও। তারা অনেকেই যুদ্ধ চান না। শনিবার মস্কোর রাস্তায় যুদ্ধের বিরুদ্ধে মিছিলে যোগ দিতে দেখা গেল এক খ্রিস্টান সন্ন্যাসিনীও। ছবি: PTI

রক্ত ঝরছে ইউক্রেনে, সেই কষ্ট বুঝতে পারছেন রাশিয়ার সাধারণ মানুষও। তারা অনেকেই যুদ্ধ চান না। শনিবার মস্কোর রাস্তায় যুদ্ধের বিরুদ্ধে মিছিলে যোগ দিতে দেখা গেল এক খ্রিস্টান সন্ন্যাসিনীও। ছবি: PTI

6 / 7
যুদ্ধ শুরু হতেই অনিশ্চিত হয়ে গিয়েছিল দেশে ফেরা। তবে কেন্দ্রের উদ্যোগেই অবশেষে দেশে ফিরতে পারলেন ইউক্রেনে পড়তে যাওয়া এক তরুণী। দেশের মাটিতে পা রেখেই কান্নায় ভেঙে পড়লেন ওই তরুণী। কোনওমতে পরিবারের সদস্যদের ফোন করে জানালেন সুরক্ষিতভাবে ফিরে আসার কথা।  ছবি: PTI

যুদ্ধ শুরু হতেই অনিশ্চিত হয়ে গিয়েছিল দেশে ফেরা। তবে কেন্দ্রের উদ্যোগেই অবশেষে দেশে ফিরতে পারলেন ইউক্রেনে পড়তে যাওয়া এক তরুণী। দেশের মাটিতে পা রেখেই কান্নায় ভেঙে পড়লেন ওই তরুণী। কোনওমতে পরিবারের সদস্যদের ফোন করে জানালেন সুরক্ষিতভাবে ফিরে আসার কথা। ছবি: PTI

7 / 7
Follow Us: