Ayman al-Zawahiri: জ়ওয়াহিরির মৃত্যুর পর জঙ্গি হামলার আশঙ্কা, ‘সতর্কবার্তা’ জারি আমেরিকার
Afghanistan: আফগানিস্তানের তালিবান সরকার জ়ওয়াহিরির মৃত্যুর ঘটনা কথা স্বীকার করলেও শনিবারের মার্কিন ড্রোন হানার তীব্র নিন্দা করেছে তারা।
নিউ ইয়র্ক: মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (US President Joe Biden) মঙ্গলবার জানিয়েছিলেন, ড্রোন হামলায় কুখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়দা প্রধান আয়মান আল-জ়ওয়াহিরিকে (Ayman al-Zawahiri) আফগানিস্তানের (Afghanistan) কাবুলে নিকেশ করা হয়েছে। জ়ওয়াহিরি মৃত্যুর পর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিশ্বব্যাপী সতর্কবার্তা জারি করেছে। মার্কিন মুলুকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১ হামলার অন্যতম প্রধান চক্রী ছিলেন জ়ওয়াহিরি। কুখ্যাত জঙ্গি প্রধানকে হত্যার পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন ‘বিচার শেষ হল’। জ়ওয়াহিরির মৃত্যুর পর জঙ্গি হামালার আশঙ্কা করে আমেরিকার তরফে সতর্ক বার্তা জারি করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিবৃতি প্রকাশ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, “৩১ জুলাই ২০২২, জঙ্গি দমনের পদক্ষেপ হিসেবে মার্কিন আক্রমণেকে কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনের উত্তরসূরি আয়মান আল-জ়ওয়াহিরিকে হত্যা করা হয়েছে। আল-জ়ওয়াহিরি ৯/১১ হামলার অন্যতম প্রধান চক্রী ছিলেন এবং বিভিন্ন সময়ে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেতৃত্ব দিয়েছিলেন। জ়ওয়াহিরির মৃত্যুর পর আল-কায়দার সমর্থক অথবা অনুমোদিত কোনও জঙ্গি সংগঠন আমেরিকা, আমেরিকার শীর্ষ আধিকারিক অথবা নাগরিকদের ওপর আক্রমণ করতে পারে। যেহেতু কোনও সতর্কতা ছাড়াই জঙ্গি আক্রমণ করতেই অভ্যস্ত, সেই কারণে মার্কিন নাগরিকদের বিদেশ ভ্রমণের সময় উচ্চস্তরের সতর্কতা বজায় রাখতে এবং সচেতন হতে দৃঢ়ভাবে উৎসাহিত করা হচ্ছে।”
তালিবান শাসিত আফগানিস্তানে জ়ওয়াহিরিকে হত্যা নিঃসন্দেহে জঙ্গি সংগঠন আল-কায়দার জন্য বড় ধাক্কা। আফগানিস্তানের তালিবান সরকার জ়ওয়াহিরির মৃত্যুর ঘটনা কথা স্বীকার করলেও শনিবারের মার্কিন ড্রোন হানার তীব্র নিন্দা করেছে তারা। মিশরের বাসিন্দা জ়ওয়াহিরি শল্য চিকিৎসক হিসেবে নিজের পেশাগত জীবন শুরু করলেও পরবর্তী সময়ে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। ওসাম বিন লাদেনের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে জ়ওয়াহিরি কাজ করেছেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, জ়ওয়াহিরির নিকেশের পরিকল্পনা করেছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। মার্কিন বায়ুসেনাকে গোটা অপারেশনের নেতৃত্ব দেওয়া হয়েছিল। কুখ্যাত নিকেশ করার পর মার্কিন সেক্রেটারি অব স্টেন অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, জ়ওয়াহিরিকে আফগানিস্তানে আশ্রয় দিয়ে ২০২০ সালে দোহা চুক্তি লঙ্ঘন করেছে তালিবান। আন্তর্জাতিক ক্ষেত্রে চাপে থাকা তালিবানের ওপর এই ঘটনায় চাপ আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।