Video: নির্বাচনী প্রচারে বেরিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট, দেখুন ভিডিয়ো

Joe Biden: জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন হেডকোয়ার্টারে একটি নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই রবিবার স্থানীয় সময়, রাত ৮টা ৭ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি সিলভার সেডানের সঙ্গে প্রেসিডেন্টের গাড়ির সংর্ঘষ হয়।

Video: নির্বাচনী প্রচারে বেরিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট, দেখুন ভিডিয়ো
গাড়ি দুর্ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 5:10 AM

ওয়াশিংটন: নির্বাচনী প্রচারে বেরিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সেই সময় গাড়িতে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনও ছিলেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

মার্কিন প্রেসিডেন্টের গাড়ি দুর্ঘটনার ঘটনাটি ঘটে রবিবার রাতে। জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন হেডকোয়ার্টারে একটি নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই রবিবার স্থানীয় সময়, রাত ৮টা ৭ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি সিলভার সেডানের সঙ্গে প্রেসিডেন্টের গাড়ির সংর্ঘষ হয়। তবে এই দুর্ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সুস্থ রয়েছে বলে বাইডেনের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন।

একটি ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাঁদের গাড়িতে করে বাইডেনকে নিয়ে যাচ্ছেন। এই দুর্ঘটনার পর বাইডেন ও তাঁর স্ত্রী নিরাপদে উইলমিংটনে তাঁদের বাড়িতে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, এই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও বাইডেনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছেস বাম্পার ভেঙে গিয়েছে। বাইডেনের নিরাপত্তারক্ষীরা ওই গাড়িটিকে দ্রুত ঘিরে ফেলে এবং চালককে আটক করেছে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।