US President Joe Biden: ‘ইজরায়েল গাজা দখল করলে বড় ভুল হবে’, তেল আভিভে যেতে পারেন বাইডেন
Israel Hamas War: রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে গাজা স্ট্রিপে হামলা চালানো নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, "আমার মনে হয় এটা খুব বড় ভুল হবে। দেখুন গাজায় যা হয়েছে, তা আমার মতে হামাসের জন্য হয়েছে। তবে হামাসের কট্টরপন্থী একটি অংশ সমগ্র প্যালেস্তাইনবাসীর প্রতিনিধিত্ব করে না।"
জেরুজালেম: গাজার উপরে হামলা চালাতে প্রস্তুত ইজরায়েল। অপেক্ষা করছে সবুজ সঙ্কেতের। তারপরই স্থল-জল-আকাশপথে হামলা চালাবে ইজরায়েলি সেনা। যুদ্ধের শুরু থেকেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা। কিন্তু গাজায় হামলা নিয়ে হঠাৎ অবস্থান বদল আমেরিকার। ইজরায়েলকে গাজা দখল করা থেকে বিরত থাকতে বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধ শুরুর পর এই প্রথম ইজরায়েলের বিরোধিতা করে কড়া অবস্থান নিল আমেরিকা। অন্যদিকে অপর একটি সূত্রে জানা গিয়েছে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে যুদ্ধের মাঝেই তেল আভিভে যেতে পারেন জো বাইডেন।
গত ৭ অক্টোবর ইজরায়েলের উপরে হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। এরপরই শুরু হয় যুদ্ধ। প্রথম থেকেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। রবিবারই আমেরিকা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে দ্বিতীয় রণতরী ইজরায়েলে পৌঁছয়। তার আগে শনিবারও ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধে সবরকমের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
এদিকে, ইজরায়েল হামাসকে দমন করার জন্য গাজায় সবদিক থেকে হামলা চালানোর প্রস্তুতি নিতেই উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ ও একাধিক সদস্য দেশ। গাজায় হামলা চালালে মানব সঙ্কট দেখা দিতে পারে, এমনটাই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার ইজরায়েলের পাশে দাঁড়ানো নিয়েও বিতর্ক শুরু হয়। আর বিতর্ক দানা বাঁধতেই উল্টো অবস্থান আমেরিকার।
একটি মার্কিন সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে গাজা স্ট্রিপে হামলা চালানো নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, “আমার মনে হয় এটা খুব বড় ভুল হবে। দেখুন গাজায় যা হয়েছে, তা আমার মতে হামাসের জন্য হয়েছে। তবে হামাসের কট্টরপন্থী একটি অংশ সমগ্র প্যালেস্তাইনবাসীর প্রতিনিধিত্ব করে না। আমার মনে হয়, ইজরায়েলের পুনরায় গাজা দখল করা ভুল হবে।”
তবে হামাসদের শেষ করার প্রয়োজনীয়তাও রয়েছে, সে কথাও উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, “আমি নিশ্চিত যে ইজরায়েল যুদ্ধের নিয়ম মেনেই পদক্ষেপ করবে।”
অন্যদিকে, বাইডেন প্রশাসনের এক আধিকারিক জানান, প্রেসিডেন্ট বাইডেন ইজরায়েলে যাওয়ার চিন্তাভাবনা করছেন। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে আগামী কয়েকদিনের মধ্যে তেল আভিভে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।