Iran Warning: ‘আমাদের আঙুলও ট্রিগারে রয়েছে’, ইজরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের
Israel-Hamas Conflict: যেকোনও মুহূর্তেই গাজায় বিধ্বংসী হামলা চালানো হতে পারে। এই পরিস্থিতিতেই এবার চরম সতর্কতা দিল ইরান। যদি প্যালেস্তাইনের বিরুদ্ধে ইজরায়েল আগ্রাসন বন্ধ না করে, তবে অন্যান্য দেশগুলিও ইজরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
গাজা: ক্রমশ জটিল হচ্ছে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ পরিস্থিতি (Israel-Palestine War)। হামাস বাহিনীর হামলার পর থেকেই শুরু হয়েছে যুদ্ধ। বিগত এক সপ্তাহ ধরে জারি রয়েছে সেই সংঘর্ষ। হামাসের আক্রমণের পাল্টা জবাব দিতে প্রস্তুত ইজরায়েল। যেকোনও মুহূর্তেই গাজায় (Gaza) বিধ্বংসী হামলা চালানো হতে পারে। অন্য়দিকে লেবানন থেকেও ইজরায়েলের উপরে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতেই এবার চরম সতর্কতা দিল ইরান (Iran)। যদি প্যালেস্তাইনের বিরুদ্ধে ইজরায়েল আগ্রাসন বন্ধ না করে, তবে অন্যান্য দেশগুলিও ইজরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
রবিবারই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন যে হামাসকে ধ্বংস করতে ইজরায়েলি মিলিটারি প্রস্তুত। শীঘ্রই গাজায় অভিযান চালানো হবে এবং হামাসকে ধ্বংস করা হবে।
ইজরায়েল দীর্ঘ সময় ধরেই ইরানের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়া ও হামাস বাহিনীকে অস্ত্র সাহায্য করার অভিযোগ এনেছে। তেহরানের তরফেও ইজরায়েলের অভিযোগ সম্পূর্ণ নসাৎ করা হয়নি। তারা জানায়, গাজা স্ট্রিপ নিয়ন্ত্রণকারী হামাসকে নীতিগত ও আর্থিকভাবে সমর্থন করে তারা। ইরানের বিদেশমন্ত্রীও শনিবার কাতারে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছিলেন।
এদিকে, গত মঙ্গলবারই ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খেমিনি জানিয়েছিলেন, ইজরায়েলে হামলাকারী হামাস বাহিনীর সঙ্গে তেহরান কোনওভাবে যুক্ত নয়। হামাসের এই হামলাকে ইজরায়েলের সামরিক ও গোয়েন্দা বাহিনীর ব্যবস্থা বলেই উল্লেখ করেন।