USA: মাতৃগর্ভেই শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার, চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পদক্ষেপ
Brain surgery on unborn baby: চিকিৎসা বিজ্ঞানের জগতে যুগান্তকারী ঘটনা। গর্ভস্থ অবস্থাতেই এক শিশুর বা ভ্রুণের ব্রেন সার্জারি অর্থাৎ মস্তিষ্কে অস্ত্রোপচর করলেন আমেরিকার ম্যাসাচুসেটস প্রদেশের বস্টন শহরের একদল চিকিৎসক। 'ভেইন অব গালেন ম্যালফর্মেশন' বা ভিওজিএম (VOGM) নামে এক বিরল রক্তবাহগত সমস্যার চিকিৎসার জন্য, গর্ভস্থ শিশুটির মস্তিষ্কে এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হয়েছে।
বস্টন: চিকিৎসা বিজ্ঞানের জগতে যুগান্তকারী ঘটনা। গর্ভস্থ অবস্থাতেই এক শিশুর বা ভ্রুণের ব্রেন সার্জারি অর্থাৎ মস্তিষ্কে অস্ত্রোপচর করলেন আমেরিকার ম্যাসাচুসেটস প্রদেশের বস্টন শহরের একদল চিকিৎসক। ‘ভেইন অব গালেন ম্যালফর্মেশন’ বা ভিওজিএম (VOGM) নামে এক বিরল রক্তবাহগত সমস্যার চিকিৎসার জন্য, গর্ভস্থ শিশুটির মস্তিষ্কে এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হয়েছে। বস্টন চিলড্রেন হসপিটাল জানিয়েছে, সাধারণ ভাবে মস্তিষ্কের ধমনীগুলি ক্য়াপিলারির মাধ্যমে শিরার সঙ্গে সংযুক্ত থাকে। ক্যাপিলারিগুলি রক্তস্রোতের গতি কমিয়ে দেয়। কিন্তু, যাদের ভিওজিএম থাকে, তাদের মস্তিষ্কের ধমনীগুলি সরাসরি শিরার সঙ্গে সংযুক্ত থাকে। ফলে, মস্তিষ্ক ও হৃদযন্ত্রে প্রয়োজনের তুলনায় অনের বেশি রক্ত প্রবাহিত হয়। যা থেকে শিশুদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বস্টনের শিশুটির ক্ষেত্রে, তার জন্মের আগেই আল্ট্রাসাউন্ড প্রক্রিয়ার সাহায্যে, এই প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়।
‘স্ট্রোক’ মেডিক্যাল জার্নালের সাম্প্রতিকতম সংস্করণে, এই যুগান্তকারী অস্ত্রোপচার সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধে এই অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসকরা জানিয়েছেন, এই জটিল শারীরিক অবস্থার মোকাবিলায় তাঁদের চিকিৎসা পদ্ধতিটি একটি যুগ পরিবর্তনের মতো। এই ক্ষেত্রে রোগ প্রতিরোধের পরিবর্তে, শারীরিক জটিলতাটিকে বিপরীতমুখী করার চেষ্টা করা হয়। অর্থাৎ, রোগীকে রোগমুক্ত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তাঁরা আরও জানিয়েছেন, গর্ভাবস্থায় ভিওজিএম-এ সমস্যা থাকে যাদের, সেই সব শিশুদের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ জন্মের পরই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ৪০ শতাংশের মৃত্যুর সম্ভাবনা থাকে। তাই, বস্টন চিলড্রেন হসপিটালের এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানের অন্যতম মাইলফলক বলা চলে।
শিশুটির মায়ের নাম কেনিয়েটা কোলম্যান। মার্কিন মহিলা জানিয়েছেন, গর্ভাবস্থার ৩০ সপ্তাহের মাথায় আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে চিকিৎসকরা দেখেছিলেন, তাঁর গর্ভস্থ ভ্রুণের হৃৎপিণ্ডটি অস্বাভাবিক বড় আকারের। এর কারণ অনুসন্ধান করতে গিয়েই ধরা পড়েছিল যে, সে ভিওজিএম আক্রান্ত। গর্ভাবস্থার ৩৪ সপ্তাহে মাথায়, জটিল অস্ত্রোপচারটি করা হয়েছিল। তারপর শিশুটি ভূমিষ্ঠ হয়। বর্তমান শিশুটির বয়স তিন সপ্তাহ। এখনও পর্যন্ত তার কোনও কার্ডিওভাসকুলার সাহায্য লাগেনি। কেনিয়েটা কোলম্যান বলেছেন, “আমার সন্তান একেবারে সুস্থ রয়েছে। অ্যানাটমি স্ক্যানে অসাধারণ ফল এসেছএ। ওর সমস্ত বায়োফিজিকাল প্রোফাইল ঠিক রয়েছে।” শিশুটর সমস্ত স্নায়বিক পরীক্ষার ফলও ভাল এসেছে বলে জানা গিয়েছে। এমআরআই-তেও কওনও অস্বাভাবিকতা ধরা পড়েনি।