ভিডিয়ো: ৩৩ দিন খেয়েছেন স্রেফ নারকেল, নির্জন দ্বীপ থেকে বেঁচে ফিরলেন ৩ জন
৩৩ দিন ধরে কীভাবে তাঁরা বেঁচে থাকলেন সেটা ভেবেই তিনি অবাক উদ্ধারকারী দল।
ফ্লোরিডা: এক নারী, দুই পুরুষ, নির্জন দ্বীপে আটকে ছিলেন প্রায় ৩৩ দিন। ভরসা ছিল নারকেল। সেই খেয়েই কেটেছে এক মাসেরও বেশি। অবশেষে উপকূলরক্ষী বাহিনীর কপ্টারে বেঁচে ফিরলেন ৩ জন। গত সোমবার সেই অঞ্চলে টহল দিচ্ছিল মার্কিন (USA) উপকূলরক্ষীর কপ্টার। তখনই তাঁদের নজরে আসে ওই দ্বীপ থেকে কাপড় ওড়াচ্ছেন ৩ জন।
সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করার জন্য হাত বাড়ান উপকূলরক্ষীরা। অবশেষে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী অঙ্গুইলা কে দ্বীপ থেকে তাঁদের উদ্ধার করেন উপকূলরক্ষীরা। উদ্ধার হওয়ার পর তাঁরা জানান, দিন কেটেছে মূল নারকেল খেয়েই।
কীভাবে ওই নির্জন দ্বীপে আটকে গেলেন তাঁরা?
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মাঝ সমুদ্রে তাঁদের নৌকা ডুবে যায়। এরপরই সাঁতার কেটে ওই নির্জন দ্বীপে পৌঁছেছিলেন তাঁরা। সেখানেই মূলত নারকেল খেয়ে দিন কাটিয়েছেন তাঁরা। কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম এ-ও জানিয়েছে প্রাণে বাঁচার জন্য তাঁদের খেতে হয়েছে ইঁদুর, শামুকও।
কীভাবে মার্কিন কপ্টারের নজরে এলেন তাঁরা?
নিয়মিত টহল দেওয়ার সময় হঠাৎই মার্কিন উপকূলরক্ষী রিলে বিচারের নজরে আসেন ওই ৩ জন। কিন্তু ওই দ্বীপ থেকে তাঁদের ফিরিয়ে আনার জন্য কোনও ব্যবস্থাই ছিল না উপকূলরক্ষীদের কাছে। তবু তাঁদের উদ্ধার করার জন্য প্রথমে খাবার ও জলের বোতল ফেলেন বিচাররা। যোগাযোগের জন্য ফেলা হয় রেডিয়ো।
#BreakingNews @USCG is assisting 3 people who have reportedly been stranded on Anguilla Cay, Bahamas for 33 days. An Air Station Miami HC-144 Ocean Sentry aircrew has dropped a radio, food and water. More to follow.#D7 #Ready #Relevant #Responsive #searchandrescue #USCG pic.twitter.com/D263ptTarz
— USCGSoutheast (@USCGSoutheast) February 9, 2021
আরও পড়ুন: ব্যবহার করা যাবে না গুগল? চিন্তায় ঘুম উড়েছে গোটা দেশের
উদ্ধারের পর তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ৩ জনই কিউবার বাসিন্দা। তাঁদের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে রিলে বিচার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ৩৩ দিন ধরে কীভাবে তাঁরা বেঁচে থাকলেন সেটা ভেবেই তিনি অবাক। উদ্ধারকারী দলের আগের সদস্য জাস্টিন দোহার্তে জানান, ওই অঞ্চল দেখলে বোঝাই যাবে না সেখানে গাছপালা রয়েছে। তাও প্রতিকূলতা কাটিয়ে তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।