China ice flowers: চিনের নদীতে ফুটল ‘বরফের ফুল’, আজও মানুষকে বিস্মিত করে চলেছে প্রকৃতি

Ice flowers on China river: আজও সেই প্রকৃতি বিভিন্ন ক্ষেত্রে মানুকে বিস্মিত করে চলেছে। সেরকমই এক দৃশ্য দেখা গেল উত্তর-পূর্ব চিনের সোংহুয়া নদীর উপরে।

China ice flowers: চিনের নদীতে ফুটল 'বরফের ফুল', আজও মানুষকে বিস্মিত করে চলেছে প্রকৃতি
উত্তর-পূর্ব চিনের সোংহুয়া নদীর উপরে "বরফের ফুল"
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 9:36 AM

বেজিং: যত দিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে মানব সভ্যতা। বিজ্ঞানের হাত ধরে সমাধান করা হচ্ছে প্রকৃতির সব রহস্যের। কিন্তু, আজও সেই প্রকৃতির বিভিন্ন ক্ষেত্রে মানুকে বিস্মিত করে চলেছে। সম্প্রতি এরকমই এক বিস্ময়কর ছবি ইন্টারনেটে শেয়ার করেছেন নরওয়ের প্রাক্তন কূটনীতিক এরিক সোলহেইম। ছবিটি উত্তর-পূর্ব চিনের সোংহুয়া নদীর উপরের এক দৃশ্য। যাকে এরিক বর্ণনা করেছেন “বরফের ফুল” বলে। টুইটারে শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে নদীর জলে উজ্জ্বল সূর্যের আলো পড়েছে। সূর্যের রশ্মিগুলি স্বচ্ছ বরফের কাঠামোর উপর প্রতিফলিত হয়ে ফুলের আকার ধারণ করেছে। এই ছবি দেখলে কোনও মানুষ মুগ্ধ না হয়ে পারবেন না। এরিক নিজেই ছবিটির ক্যাপশনে লিখেছেন, “বিস্ময়কর! উত্তর-পূর্ব চীনের সোংহুয়া নদীর উপর বরফের ফুল।”

চিনের রাষ্টায়ত্ত সংবাদমাধ্যম পিপলস ডেইলি পত্রিকার মতে, এই ‘বরফের ফুলে’র গঠন নির্ভর করে আবহাওয়া পরিস্থিতির উপর। সাধারণত গুল্ম জাতীয় উদ্ভিদের উপর এই বরফের কাঠামো গঠিত হয়। বরফের ফুল গঠনের সবথেকে ভাল সময় হল শরতের শেষভাগ বা শীতের শুরু। সেই সময় চিনের একটা বড় অংশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে। তবে, মাটির তাপমাত্রা ততটা কমে যায় না। এই তাপমাত্রার পার্থক্যই বরফের ফুল গঠনের উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।

সম্প্রতি এক বিধ্বংসী তুষারঝড়ের সাক্ষী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশ জুড়ে সর্বনাশ ঘটালেও, সেই তুষারঝড়ে এক বিস্ময়কর বরফের কাঠামো তৈরি হয়েছে। নায়াগ্রা জলপ্রপাত প্রায় হিমায়িত হয়ে গিয়েছে। এই বিশ্বখ্যাত জলপ্রপাতটির জল অধিকাংশই জমে বরফ হয়ে এই বিস্ময়কর দৃশ্য তৈরি করেছে। ড্রোন ক্যামেরায়তোলা ছবিগুলিতে দেখা গিয়েছে জলপ্রপাতটির গোড়ার অংশ বরফ হয়ে সাদা হয়ে গিয়েছে। সঙ্গে ভারী কুয়াশা মিলে জলপ্রপাতটির এক অন্য আবেদন তৈরি করেছে৷

এরিক সোলহেম মাঝে মাঝেই প্রকৃতির বিস্ময়ের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। দিন কয়েক আগে তিনি হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার এক অত্যাশ্চর্য ছবি ভাগ করে নিয়েছিলেন। ড্রোন ক্যামেরায় তোলা ছবিগুলিতে বিস্তৃত উপত্যকা ধরা পড়েছিল। এরিক সোলহেম স্পিতি উপত্যকাকে তার লাল রঙের জন্য মঙ্গল গ্রহের সঙ্গে তুলনা করেছিলেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “মঙ্গল গ্রহে যাত্রা। স্পিতি, হিমাচল প্রদেশ। অবিশ্বাস্য ভারত।”