Mamata in Spain: স্পেন থেকে ‘জ়ারা’ আসছে বাংলায়, ১০০ একর জমি দিতে পারেন মমতা
Mamata Banerjee in Spain: বাংলার তরুণ প্রজন্মের কাছে, বিশেষ করে মেয়েদের কাছে 'জ়ারা' যে যথেষ্ট জনপ্রিয় একটি ব্র্যান্ড, সেকথাও এদিন 'জ়ারা' কর্তাদের সঙ্গে বৈঠকে বললেন মমতা। বললেন, 'জ়ারা একটি খুবই নামী ব্র্যান্ড। সবাই নিজেদের পছন্দের সব কিছু জ়ারা থেকেই কিনতে চান। আর আমার রাজ্যে তো নতুন প্রজন্মের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে খুবই জনপ্রিয়।'
মাদ্রিদ: বিশ্বের প্রথম সারির বস্ত্র বিপণী সংস্থা ‘জ়ারা’র কর্তাদের সঙ্গে স্পেনে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ‘জ়ারা’র ম্যানুফ্যাকচারিং ইউনিট ও আউটলেট খোলার জন্য সংস্থার কর্তাদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বাংলার তরুণ প্রজন্মের কাছে, বিশেষ করে মেয়েদের কাছে ‘জ়ারা’ যে যথেষ্ট জনপ্রিয় একটি ব্র্যান্ড, সেকথাও এদিন বৈঠকে বললেন তিনি। বললেন, ‘জ়ারা একটি খুবই নামী ব্র্যান্ড। সবাই নিজেদের পছন্দের সব কিছু জ়ারা থেকেই কিনতে চান। আর আমার রাজ্যে তো নতুন প্রজন্মের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে খুবই জনপ্রিয়।’
বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, জারা কিছু বেসরকারি সংস্থার সঙ্গে পার্টনারশিপে পশ্চিমবঙ্গে তাদের ম্যানুফ্যাকচারিং শুরু করতে চলেছে। চলতি বছরের বড়দিনের আগেই বাংলায় জ়ারা নিজেদের কাজ শুরু করে দিতে চাইছে বলেও এক্স হ্যান্ডেলে লিখেছেন মমতা। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, এই মেগা প্রজেক্টের জন্য জ়ারা ও তাদের সহযোগী সংস্থাগুলিকে ১০০ একর জমি দেওয়ারও কথাবার্তা চলছে। রাজ্য সরকারের তরফে জ়ারাকে বাংলায় বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সবরকম সাহায্য করা হবে বলেও এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি।
An exciting development is on the horizon!
Tempe Grupo Inditex (Zara) , a major player in the textile industry, is expanding its operations. They are partnering with private entities to shift manufacturing to West Bengal, with production set to begin before Christmas 2023.… pic.twitter.com/5sww9Saqdh
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2023
উল্লেখ্য, সামনেই রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন রয়েছে। নভেম্বর মাসেই রয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর থেকে বাংলায় কোনও বিনিয়োগ আসে কি না, সেই দিকে নজর ছিল সকলের। এমন অবস্থায় বিশ্বের প্রথম সারির বস্ত্র বিপণী সংস্থা ‘জ়ারা’র বাংলায় ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে আগ্রহী হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।