White House: মার্কিন প্রেসিডেন্টের সামনেই উর্ধ্বাঙ্গ অনাবৃত মহিলার, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কে হোয়াইট হাউস
Topless in White House Pride Party: এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য গত শনিবার হোয়াইট হাউসের সাউথ লনে একটি 'প্রাইড পার্টি'র আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে তাঁর সামনেই বক্ষ প্রদর্শন সমকামী অধিকার কর্মীর।
ওয়াশিংটন: গোটা জুন মাস ধরে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে ‘প্রাইড মান্থ’। ১৯৬৯ সালে আমেরিকায় সমকামী মুক্তি আন্দোলনকে সম্মান জানাতেই এই উদযাপন। বর্তমানে আমেরিকায় এই প্রাইড মান্থ উদযাপন এক রাজনৈতিক দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেখানে ডোনাল্ড ট্রাম্পের পার্টি, অর্থাৎ রিপাবলিকান পার্টি প্রাইড মান্থের কুচকাওয়াজ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। প্রদেশ স্তরে রিপাবলিকান নেতারা বিভিন্নভাবে প্রাইড মান্থ পালনে বাধা দিচ্ছেন। পাশাপাশি, লিঙ্গ পরিবর্তনকামী যুবদের, লিঙ্গ পরিবর্তনের বিকল্পগুলি সীমাবদ্ধ করার চেষ্টাও করা হচ্ছে। এই অবস্থায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই সমর্থন প্রদর্শনের জন্য গত শনিবার হোয়াইট হাউসের সাউথ লনে একটি ‘প্রাইড পার্টি’র আয়োজন করা হয়েছিল। বিভিন্ন সমকামী অধিকার কর্মীদের অংশগ্রহণে জমজমাট পার্টি হয়। কিন্তু, সেই পার্টিতেই ‘টপলেস’ হয়ে, অর্থাৎ, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে বিতর্ক তৈরি করলেন এক ট্রান্সজেন্ডার অধিকার কর্মী। শুধু, হোয়াইট হাউস চত্বরে উন্মুক্ত বক্ষ প্রদর্শনই নয়, সেই ঘটনার একটি ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ওই কর্মী। এরপরই ওই ট্রান্সজেন্ডার অধিকার কর্মীকে আর মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ।
ওই বিতর্কিত ভিডিয়ো পোস্ট করা ট্রান্সজেন্ডার অধিকার কর্মীর নাম রোজ মন্তোয়া। অতীতে বহুবার তাঁকে ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে সরব হতে দেখা গিয়েছে। হোয়াইট হাউসের প্রাইড পার্টিতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, ভবিষ্যতে তাঁকে আর এই ধরনের আমন্ত্রণ জানানো হবে না বলে সাফ জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাঁ-পিয়ের। মন্তোয়ার ভিডিয়োটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরই এক সাংবাদিক সম্মেলন করে কারিন বলেছেন, “এই আচরণ একেবারে অগ্রহণযোগ্য। উন্মুক্ত বক্ষ প্রদর্শন এই প্রশাসনের অধীনে স্বাভাবিক ঘটনা নয়। প্রাইড পার্টিতে যে শত শত মানুষ অংশ নিয়েছিলেন, তাঁদের প্রতি অন্যায় করা হয়েছে। অনেকেই সপরিবারে এই পার্টিতে যোগ দিয়েছিলেন। তাঁরা ওই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান। ভিডিয়োতে যে ব্যক্তিদের ওই কাজ করতে দেখা গিয়েছে, তাদের আগামিদিনে হোয়াইট হাউসের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না।”
NSFW: Trans activists post video of themselves topless at White House Pride event
— Breaking911 (@Breaking911) June 13, 2023
ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, রোজ মন্তোয়া একজন শিক্ষাবিদ, মডেল এবং অভিনেতা। তাঁর পোস্ট করা বিতর্কিত ভিডিয়োটির শুরুতে দেখা গিয়েছে, হোয়াইট হাউসের এক কর্মী তাঁকে স্বাগত জানাচ্ছেন। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করে, এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য তাঁকে ধন্যবাদও জানান মন্তোয়া। এরপরই দেখা যায়, মন্তোয়া এবং আরও দুই ব্যক্তি উর্ধাঙ্গ অনাবৃত করে দাঁড়িয়ে আছেন। নিজের দুই হাত দিয়ে সম্ভ্রম রক্ষা করছেন মন্তোয়া। পিছনে একজনকে বলতে শোনা যায়, ‘আমরা হোয়াইট হাউসে টপলেস হচ্ছি’? প্রেসিডেন্ট বাইডেনের বক্তৃতার কিছু অংশও মন্তোয়ার ভিডিয়োটিতে রয়েছে। শনিবার বাইডেন বলেছিলেন, ‘পুরো মার্কিন সম্প্রদায়কেই, বিশেষ করে ট্রান্সজেন্ডার শিশুদের আমি একটি বার্তা দিতে চাই – “তোমাদের সকলে ভালবাসে। তোমাদের কথা সকলে শুনছে। তোমাদের বুঝছে। আর তোমরা আমাদেরই লোক।”
মন্তোয়া অবশ্য সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়েছেন, তিনি কোনও ভুল করেননি। তিনি বলেছেন, “ওয়াশিংটনে টপলেস হওয়া আইনিভাবে বৈধ এবং আমি স্তনবৃন্ত মুক্ত করার আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। আমার টপলেস হওয়ার ভিডিয়ো দেখে যাঁরা সমালোচনা করছেন, তাঁরা অন্তত এটা নিশ্চিত করেছেন যে আমি একজন মহিলা। কারণ, কোনও পুরুষকে উর্ধ্বঙ্গ অনাবৃত করার জন্য এই ধরনের সমালোচনার মুখে পড়তে হত না। কোনওভাবেই আমার অশ্লীল আচরণ করার অভিপ্রায় ছিল না। যাতে কেউ বিষয়টি অন্যভাবে না নেন, তার জন্য়ই আমি হাত দিয়ে আমার স্তনবৃন্ত ঢেকে রেখেছিলাম।”