Who report: প্রতি চারজন বৃদ্ধের মধ্যে ১ জন একাকিত্বের শিকার: হু
Loneliness: সামাজিক সংযোগের অভাব মানুষকে ধূমপান সেবন, অত্যধিক অ্যালকোহল সেবন, অলসতা, স্থূলতা, এবং মানসিক চাপের দিকে ঠেলে দেয়। ফলে সামাজিক বিচ্ছিন্নতা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। একাকিত্ব উদ্বেগ এবং বিষণ্ণতার সঙ্গে যুক্ত এবং হৃদরোগের ঝুঁকি ৩০ শতাংশ বাড়াতে পারে বলে হু-র গবেষণায় উল্লিখিত।
নিউ ইয়র্ক: বিশ্ব এক নতুন আতঙ্কের মুখোমুখি হচ্ছে। সেই আতঙ্ক হল একাকিত্ব (Loneliness)। প্রতি চারজন বৃদ্ধের মধ্যে একজন একাকিত্বের শিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) শুক্রবার এক প্রতিবেদন এই রিপোর্ট তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে। একাকিত্ব ভবিষ্যতে প্রবীণ এবং যুবকদের স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলবে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে হু।
WHO-র রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ব্যস্ত জীবনযাত্রায় সামাজিক যোগাযোগ অনেক কমে গিয়েছে। একে-অপরের সঙ্গে সংযুক্ত বোধ না করা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উচ্চ আয়ের দেশগুলিতে, বয়স্করা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কেবল বয়স্ক নয়, সব বয়সের মানুষই কম-বেশি একাকিত্বে ভুগছে।
প্রতি চারজন বয়স্ক ব্যক্তির মধ্যে একজন একাকিত্বে ভোগেন
হু-র গবেষণা অনুসারে, প্রতি চারজন বয়স্ক ব্যক্তির মধ্যে একজন একাকিত্বের শিকার। এছাড়া ৫ থেকে ১৫ শতাংশ কিশোর-কিশোরীদের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতা সাধারণ ব্যাপার। তবে এসব পরিসংখ্যান কম, বাস্তবে পরিস্থিতি এর থেকে অনেক বেশি বিপজ্জনক বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
রাষ্ট্রসঙ্ঘের স্বাস্থ্য সংস্থা সামাজিক সংযোগের প্রচারের জন্য একটি নতুন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে, যা সমস্ত দেশে কাজ করবে এবং মানুষের একাকিত্ব দূর করার চেষ্টা করবে।
একাকিত্বের বিরূপ পরিণতি
গবেষণায় আরও দেখা গিয়েছে, সামাজিক সংযোগের অভাব মানুষকে ধূমপান সেবন, অত্যধিক অ্যালকোহল সেবন, অলসতা, স্থূলতা, এবং মানসিক চাপের দিকে ঠেলে দেয়। ফলে সামাজিক বিচ্ছিন্নতা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। একাকিত্ব উদ্বেগ এবং বিষণ্ণতার সঙ্গে যুক্ত এবং হৃদরোগের ঝুঁকি ৩০ শতাংশ বাড়াতে পারে বলে হু-র গবেষণায় উল্লিখিত।
স্বাস্থ্যের গুরুতর পরিণতি হবে
হু-র অধিকর্তা ডঃ টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন যে, বিশ্বজুড়ে সামাজিক বিচ্ছিন্নতা এবং একাকিত্বের উচ্চ হার স্বাস্থ্য ও মানসিক সুস্থতার ক্ষেত্রে মারাত্মক পরিণতি ডেকে আনবে। সামাজিক সম্পর্কের অভাব স্ট্রোক, উদ্বেগ, বিষণ্ণতা, আত্মহত্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। তিনি বলেন, হু-র কমিশন সামাজিক সংযোগ স্থাপনে সহায়তা করবে এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য অগ্রাধিকার হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ।
হু-র কমিশনের পরিকল্পনা
WHO দ্বারা গঠিত এই কমিশনে আমেরিকান সার্জন জেনারেল ডাঃ বিবেক মূর্তি এবং আফ্রিকান ইউনিয়নের যুব দূত চিডো এমপেম্বা সহ ১১ জন সদস্য থাকবেন। এই কমিশন তিন বছরের জন্য সব বয়সের মানুষের সামাজিক সংযোগ বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করবে এবং বৃহৎ পরিসরে সামাজিক সংযোগ গড়ে তোলার জন্য সমাধানের রূপরেখা দেবে।