Budget 2022: ছাড়হীন আয়কর বাজেট, সোশ্যাল মিডিয়া ভাসল মিমের বন্যায়

Budget 2022: বাজেটে অর্থমন্ত্রী বেতনভোগী শ্রেণির জন্য আয়করে কোনও ছাড় দেননি। বেতনভোগী এবং পেনশনভোগীদের জন্য বাজেটে কর ছাড় না দেওয়ার পর নেটিজেনদের মধ্যে স্পষ্টতই হতাশা লক্ষ্য করা গিয়েছে। কারণ ব্যক্তিগত করদাতারা প্রত্যক্ষ করের মাধ্যমে রাজস্ব বৃদ্ধিতে প্রায় ৩৫-৪০ শতাংশ অবদান রাখেন।

| Edited By: | Updated on: Feb 02, 2022 | 6:26 PM
গতকাল সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২-২৩ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে অর্থমন্ত্রী বেতনভোগী শ্রেণির জন্য আয়করে কোনও ছাড় দেননি। বেতনভোগী এবং পেনশনভোগীদের জন্য বাজেটে কর ছাড় না দেওয়ার পর নেটিজেনদের মধ্যে স্পষ্টতই হতাশা লক্ষ্য করা গিয়েছে। কারণ ব্যক্তিগত করদাতারা প্রত্যক্ষ করের মাধ্যমে রাজস্ব বৃদ্ধিতে প্রায় ৩৫-৪০ শতাংশ অবদান রাখেন। ফলে তারা করোনা মহামারীর ফলে তৈরি হওয়া অর্থনৈতিক ক্ষতিপূরণের জন্য বাজেটে আয়করের উপর কিছু ছাড় দেওয়ার আশা করেছিলেন। কিন্তু নির্মলা বাজেট ২০২২-২৩ এ আয়কর হার বা স্ল্যাবে কোনও পরিবর্তনের ঘোষণা করেননি।

গতকাল সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২-২৩ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে অর্থমন্ত্রী বেতনভোগী শ্রেণির জন্য আয়করে কোনও ছাড় দেননি। বেতনভোগী এবং পেনশনভোগীদের জন্য বাজেটে কর ছাড় না দেওয়ার পর নেটিজেনদের মধ্যে স্পষ্টতই হতাশা লক্ষ্য করা গিয়েছে। কারণ ব্যক্তিগত করদাতারা প্রত্যক্ষ করের মাধ্যমে রাজস্ব বৃদ্ধিতে প্রায় ৩৫-৪০ শতাংশ অবদান রাখেন। ফলে তারা করোনা মহামারীর ফলে তৈরি হওয়া অর্থনৈতিক ক্ষতিপূরণের জন্য বাজেটে আয়করের উপর কিছু ছাড় দেওয়ার আশা করেছিলেন। কিন্তু নির্মলা বাজেট ২০২২-২৩ এ আয়কর হার বা স্ল্যাবে কোনও পরিবর্তনের ঘোষণা করেননি।

1 / 5
বাজেট পেশ হওয়ার দ্রুত পরেই মধ্যবিত্তদের সমস্যা বাড়িয়ে তোলা আয়করে ছাড় না দেওয়া না নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। নেটিজেনরা একের পর এক মেম এবং জোকস শেয়ার করতে শুরু করেন। এমন সব মজার মেম শেয়ার দেখে আপনিও হাসতে বাধ্য হবেন।

বাজেট পেশ হওয়ার দ্রুত পরেই মধ্যবিত্তদের সমস্যা বাড়িয়ে তোলা আয়করে ছাড় না দেওয়া না নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। নেটিজেনরা একের পর এক মেম এবং জোকস শেয়ার করতে শুরু করেন। এমন সব মজার মেম শেয়ার দেখে আপনিও হাসতে বাধ্য হবেন।

2 / 5
যেমন দিয়া নামের এক ইউজার টুটারে লেখেন, '#বাজেট ২০২০ শোনার পর মধ্যবিত্ত শ্রেণির অবস্থা- কী করব আমি মরে যাব'!

যেমন দিয়া নামের এক ইউজার টুটারে লেখেন, '#বাজেট ২০২০ শোনার পর মধ্যবিত্ত শ্রেণির অবস্থা- কী করব আমি মরে যাব'!

3 / 5
অন্যদিকে ডা. প্রশান্ত মিশ্রা নামক আরেক ইউজার থ্রি ইডিয়ট ছবির একটি বিখ্যাত দৃশ্যের ছবি শেয়ার করে তার অনুকরণ করে লেখেন, 'মধ্যবিত্ত আয়কর দাতাদের জন্য - 'আপনি শুধু অ্যাপ্রিসিয়েশন পাবেন ট্যাক্স পে করার জন্য'।

অন্যদিকে ডা. প্রশান্ত মিশ্রা নামক আরেক ইউজার থ্রি ইডিয়ট ছবির একটি বিখ্যাত দৃশ্যের ছবি শেয়ার করে তার অনুকরণ করে লেখেন, 'মধ্যবিত্ত আয়কর দাতাদের জন্য - 'আপনি শুধু অ্যাপ্রিসিয়েশন পাবেন ট্যাক্স পে করার জন্য'।

4 / 5
ট্রেন্ডুলকর নামের আরেক ইউজার একটি জনপ্রিয় কমেডি টিভি সিরিয়ালের ছবি শেরায় করে লেখেন, 'মধ্যবিত্ত শ্রেণি বাজেট দেখে শুধু আয়কর স্ল্যাব ঘোষণা শোনার জন্য।'

ট্রেন্ডুলকর নামের আরেক ইউজার একটি জনপ্রিয় কমেডি টিভি সিরিয়ালের ছবি শেরায় করে লেখেন, 'মধ্যবিত্ত শ্রেণি বাজেট দেখে শুধু আয়কর স্ল্যাব ঘোষণা শোনার জন্য।'

5 / 5
Follow Us: