Budget 2022: পরীক্ষা-টিকা এবং গবেষণায় সহ এই পাঁচটি বিষয়ে স্বাস্থ্য বাজেটে থাকবে প্রত্যাশা

Budget 2022: একটি রিপোর্ট অনুযায়ী, মহামারীর মধ্যে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এবার স্বাস্থ্য বাজেটে ৫০ শতাংশ বেশি বৃদ্ধি করা হতে পারে। গত বাজেটে এই ক্ষেত্রকে ২.৩৮ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল। তবে এবার স্বাস্থ্য বাজেট বাড়ানো হতে পারে।

| Edited By: | Updated on: Jan 21, 2022 | 1:49 PM
আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটকে ঘিরে একাধিক মানুষের একাধিক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। থার্ড ওয়েভ অর্থাৎ যখন নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে তখন এই বাজেট পেশ হতে চলেছে। ফলে দেশের বিভিন্ন শিল্প সংগঠনের দাবি, পরিকাঠামো এবং স্বাস্থ্য ক্ষেত্রে সরকার আরও বেশি করে যাতে নজর দেয় বাজেটে। শুধু তাই নয়, স্বাস্থ্যক্ষেত্রে সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর দাবি শিল্প গোষ্ঠীর। সদস্যদের মতে, দেশ সুস্থ থাকলে দেশের অর্থ ব্যবস্থাও সুস্থ থাকবে।

আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটকে ঘিরে একাধিক মানুষের একাধিক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। থার্ড ওয়েভ অর্থাৎ যখন নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে তখন এই বাজেট পেশ হতে চলেছে। ফলে দেশের বিভিন্ন শিল্প সংগঠনের দাবি, পরিকাঠামো এবং স্বাস্থ্য ক্ষেত্রে সরকার আরও বেশি করে যাতে নজর দেয় বাজেটে। শুধু তাই নয়, স্বাস্থ্যক্ষেত্রে সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর দাবি শিল্প গোষ্ঠীর। সদস্যদের মতে, দেশ সুস্থ থাকলে দেশের অর্থ ব্যবস্থাও সুস্থ থাকবে।

1 / 6
করোনা মহামারি এবং করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন যেভাবে বাড়াচ্ছে সেদিকে তাকিয়ে শিল্প গোষ্ঠীর সরকারের কাছে দাবি, স্বাস্থ্য খাতে দ্রুত ফান্ড বাড়াতে হবে। শুধু তাই নয়, এই বিষয়ে যাতে সরকারের নজরদারিও বাড়ে সেদিকে তাকিয়ে বিশেষ ব্যবস্থার দাবি এই শিল্প গোষ্ঠীর। এছাড়াও টেস্টিংয়ের সংখ্যা বাড়ানো, ভ্যাকসিন নিয়ে রিসার্চ বাড়ানো এবং পরিকাঠামো উন্নতি করতে এই বাজেটে বরাদ্দ বাড়ানোটা প্রয়োজন বলে দাবি সংগঠনের।

করোনা মহামারি এবং করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন যেভাবে বাড়াচ্ছে সেদিকে তাকিয়ে শিল্প গোষ্ঠীর সরকারের কাছে দাবি, স্বাস্থ্য খাতে দ্রুত ফান্ড বাড়াতে হবে। শুধু তাই নয়, এই বিষয়ে যাতে সরকারের নজরদারিও বাড়ে সেদিকে তাকিয়ে বিশেষ ব্যবস্থার দাবি এই শিল্প গোষ্ঠীর। এছাড়াও টেস্টিংয়ের সংখ্যা বাড়ানো, ভ্যাকসিন নিয়ে রিসার্চ বাড়ানো এবং পরিকাঠামো উন্নতি করতে এই বাজেটে বরাদ্দ বাড়ানোটা প্রয়োজন বলে দাবি সংগঠনের।

2 / 6
PADCCI-এর অধ্যক্ষ প্রদীপ মুলতানির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মুহূর্তে করোনার ঢেউ আছড়ে পড়েছে দেশে। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, প্রদীপ মুলতানি জানাচ্ছেন, মহামারির সঙ্গে লড়াই করার জন্যে প্রয়োজনীয় উপকরণ যেমন অক্সিজেন প্লান্ট, কন্সেন্ট্রেটর সহ প্রয়োজনীয় জিনিসের ওপর জিএসটি পাঁচ শতাংশ রাখতে হবে। অন্তত ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে। এতে সাধারণ মানুষের ওপর চাপ কমবে বলে মনে করছেন তিনি।

PADCCI-এর অধ্যক্ষ প্রদীপ মুলতানির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মুহূর্তে করোনার ঢেউ আছড়ে পড়েছে দেশে। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, প্রদীপ মুলতানি জানাচ্ছেন, মহামারির সঙ্গে লড়াই করার জন্যে প্রয়োজনীয় উপকরণ যেমন অক্সিজেন প্লান্ট, কন্সেন্ট্রেটর সহ প্রয়োজনীয় জিনিসের ওপর জিএসটি পাঁচ শতাংশ রাখতে হবে। অন্তত ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে। এতে সাধারণ মানুষের ওপর চাপ কমবে বলে মনে করছেন তিনি।

3 / 6
সরকার এখন হেলথ সেক্টরে জিডিপির ১.২৯ শতাংশ খরচ করে থাকে। আর তা ২০২৫ সাল পর্যন্ত বাড়িয়ে ২.৫৩ শতাংশ করার দাবি শিল্প গোষ্ঠীর। REITS-এর মতো বিনিয়োগ স্বাস্থ্যক্ষেত্রেও করার অনুমতি চাওয়া হয়েছে। এতে স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ অনেকটাই বাড়বে বলে মনে করছে সিআইআই। স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করছে এমন সংস্থাকে আরও বেশি করে চাঙ্গা করতে বিভিন্ন ধরনের মেডিক্যাল ফান্ড বাড়ানোর দাবি করা হয়েছে।

সরকার এখন হেলথ সেক্টরে জিডিপির ১.২৯ শতাংশ খরচ করে থাকে। আর তা ২০২৫ সাল পর্যন্ত বাড়িয়ে ২.৫৩ শতাংশ করার দাবি শিল্প গোষ্ঠীর। REITS-এর মতো বিনিয়োগ স্বাস্থ্যক্ষেত্রেও করার অনুমতি চাওয়া হয়েছে। এতে স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ অনেকটাই বাড়বে বলে মনে করছে সিআইআই। স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করছে এমন সংস্থাকে আরও বেশি করে চাঙ্গা করতে বিভিন্ন ধরনের মেডিক্যাল ফান্ড বাড়ানোর দাবি করা হয়েছে।

4 / 6
একটি রিপোর্ট অনুযায়ী, মহামারীর মধ্যে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এবার স্বাস্থ্য বাজেটে ৫০ শতাংশ বেশি বৃদ্ধি করা হতে পারে। গত বাজেটে এই ক্ষেত্রকে ২.৩৮ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল। তবে এবার স্বাস্থ্য বাজেট বাড়ানো হতে পারে।ওই রিপোর্টে বলা হয়েছে যে গত বাজেটে করোনা মহামারী থেকে সমাধান পাওয়ার জন্য দেওয়া ফান্ড এবার বাড়ানোর আশা রয়েছে। এর মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য ১৪,০০ কোটি টাকা টিকা প্রস্তুতের জন্য দেওয়া হয়েছিল। এবার টিকার উপরও আরও বেশি ফোকাস থাকার আশা রয়েছে।

একটি রিপোর্ট অনুযায়ী, মহামারীর মধ্যে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এবার স্বাস্থ্য বাজেটে ৫০ শতাংশ বেশি বৃদ্ধি করা হতে পারে। গত বাজেটে এই ক্ষেত্রকে ২.৩৮ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল। তবে এবার স্বাস্থ্য বাজেট বাড়ানো হতে পারে।ওই রিপোর্টে বলা হয়েছে যে গত বাজেটে করোনা মহামারী থেকে সমাধান পাওয়ার জন্য দেওয়া ফান্ড এবার বাড়ানোর আশা রয়েছে। এর মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য ১৪,০০ কোটি টাকা টিকা প্রস্তুতের জন্য দেওয়া হয়েছিল। এবার টিকার উপরও আরও বেশি ফোকাস থাকার আশা রয়েছে।

5 / 6
কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে রাজ্যগুলিতে দেওয়া তহবিলও এবার ৩০ শতাংশ বাড়তে পারে। এর উদ্দেশ্য হল মহামারী থেকে সমাধান পাওয়ার জন্য সরকারি প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে রাজ্যগুলির যাতে কোনও সমস্যা না হয়। এর সঙ্গেই আয়ুষ্মান ভারতের মাধ্যমে অর্থমন্ত্রীর চেষ্টা থাকবে পুরো চিকিৎসা পরিকাঠামো যাতে ডিজিটাল করা হোক যাকে করোনার সময়ে মানুষকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে রাজ্যগুলিতে দেওয়া তহবিলও এবার ৩০ শতাংশ বাড়তে পারে। এর উদ্দেশ্য হল মহামারী থেকে সমাধান পাওয়ার জন্য সরকারি প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে রাজ্যগুলির যাতে কোনও সমস্যা না হয়। এর সঙ্গেই আয়ুষ্মান ভারতের মাধ্যমে অর্থমন্ত্রীর চেষ্টা থাকবে পুরো চিকিৎসা পরিকাঠামো যাতে ডিজিটাল করা হোক যাকে করোনার সময়ে মানুষকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।

6 / 6
Follow Us: